পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মোহনবাগানে ভারতের 'মেসি' - I-League

অনূর্ধ্ব 17 বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন নোংদম্বা নাওরেম । পরে ইন্ডিয়ান অ্যারোজ়ের হয়ে আই লিগে খেলেন ।

নোংদম্বা নাওরেম

By

Published : Jun 21, 2019, 1:13 PM IST

কলকাতা, 21 জুন : দলবদলের বাজারে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা প্রতিভাকে তুলে নিল মোহনবাগান । ভারতীয় ফুটবলে লিওনেল মেসি নামে পরিচিত নোংদম্বা নাওরেমকে দলে নিল তারা ।

মিনার্ভা পঞ্জাবের অনূর্ধ্ব 17 দলের হয়ে প্রথম নজর কাড়েন নোংদম্বা । 2017 সালে অনূর্ধ্ব 17 বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন । 2017-18 সালে মরশুমে ইন্ডিয়ান অ্যারোজ়ে যান নোংদম্বা । শিলং লাজ়ংয়ের বিরুদ্ধে পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে একটি অসাধারণ গোল করেছিলেন মণিপুরের এই উইঙ্গার । সেই পারফরমেন্সই তাঁকে পাদপ্রদীপে তুলে নিয়ে আসে । এরপর কেরালা ব্লাস্টার্সের হয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশনে খেলেন ।

এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাবান মুখ বছর উনিশের নোংদম্বা । প্রথমবার কলকাতায় খেলতে আসার সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দেওয়ার কথা বলেছেন তিনি । ইতিমধ্যে ইমরান খান নামের আরেক প্রতিভাবান ফুটবলারকে সই করিয়েছে সবুজমেরুন । এছাড়াও, বার্সেলোনার বি দলের স্ট্রাইকারকে নেওয়ায় ইতিমধ্যে মোহনবাগানের আক্রমণভাগ বেশ শক্তিশালী হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details