কলকাতা, 6 জুন : তাঁর বুদ্ধিকে ধার নিয়ে 2014 সালে বাজিমাত করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি । অখিলেশ যাদব-রাহুল গান্ধিকে একই মঞ্চে নিয়ে এসেছিলেন তিনি । এবার সেই প্রশান্ত কিশোরের বুদ্ধিকেই কাজে লাগাতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ নবান্নে মমতার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন প্রশান্ত । তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । সূত্রের খবর, তৃণমূলের হয়ে ভোট স্ট্র্যাটেজিক হচ্ছেন আধুনিক যুগের 'চাণক্য' । চুক্তিও হয়ে গেছে । প্রশান্তের বুদ্ধিমতোই আগামী দিনে রণকৌশল ঠিক করা হবে বলেও তৃণমূল সূত্রে খবর ।
এই সংক্রান্ত আরও খবর : 6 মাসে সরকার পড়বে, ফের ভোট দিতে হবে : দিলীপ
প্রশান্ত কিশোর নামটা প্রথম প্রকাশ্যে এসেছিল খুব সম্ভবত 2014 সালে । সেবার নরেন্দ্র মোদির ভোট স্ট্র্যাটেজি ঠিক করেছিলেন তিনি । তাঁর বুদ্ধিকে কাজে লাগিয়েই বাজিমাত করেছিলেন 56 ইঞ্চি । তবে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়ও প্রশান্তের বুদ্ধিতে ভর করেই চমক দিতে দেখা গেছিল তাঁকে । এরপর 2015 সালে নীতিশ কুমারের হয়ে কাজ করেন তিনি । 2017-তে উত্তরপ্রদেশ ও পঞ্জাবে কংগ্রেসের ভোট-কূটনীতি ঠিক করেছিলেন প্রশান্তই । তখনই রাহুল গান্ধি ও অখিলেশ যাদবকে একই মঞ্চে নিয়ে আসেন তিনি । এমন কী, বারাণসীতে সোনিয়া গান্ধির রোড শোয়ের পিছনেও ছিলেন । উত্তরপ্রদেশে সফল না হলেও পঞ্জাবে অমরিন্দর সিংকে জিতিয়েছিলেন প্রশান্ত ।
এই সংক্রান্ত আরও খবর : হামসে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা : মমতা