পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

স্ত্রী'র মৃত্যুর পর দিনের পর দিন কন্যা সন্তানকে ধর্ষণ ? ধৃত ব্যক্তি - gurgaon

স্ত্রী মারা গেছে । তারপর থেকে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ধৃত ব্যক্তি । প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে ।

ফোটো সৌজন্য়ে- @Pixabey

By

Published : Apr 30, 2019, 12:40 PM IST

গুরুগ্রাম, 30 এপ্রিল : কয়েকমাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ করছিলেন এক ব্যক্তি । অভিযোগে তাকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি গুরুগ্রামের পতৌদি এলাকার ।

ACP (ক্রাইম) সমশের সিং জানান, গত কয়েকদিন ধরে মেয়েটিকে অস্বাভাবিক আচরণ দেখে প্রতিবেশীরা জিজ্ঞাসাবাদ করলে সে যৌন হেনস্থা সম্পর্কে জানায় । তারপরই তাঁরা পুলিশে খবর দেন ।

তিনি আরও বলেন, "মেয়েটি পতৌদি এলাকায় বাবার সঙ্গে থাকত । মেয়েটির মা মারা যাওয়ার পর থেকে বেশ কয়েক মাস ধরে ওই ব্য়ক্তি তাকে বার বার ধর্ষণ করে । মেয়েটি জানিয়েছে, তার বাবা প্রায় প্রতি রাতে মদ্যপাণ করে তাকে যৌন হেনস্থা করত ।"

পুলিশ সূত্রে খবর, নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে কাউন্সিলিঙের জন্য হোমে পাঠানো হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details