দেওয়ানদিঘি, ২৩ এপ্রিল : একের পর এক হিন্দু মন্ত্র আওড়ে নরেন্দ্র মোদিকে নাম না করে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "হবে নাকি কম্পিটিশন?" গতকাল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সঙ্ঘমিতার সমর্থনে বর্ধমানের দেওয়ানদিঘিতে জনসভা করেন মমতা । সেই সভা থেকেই তিনি মোদিকে কার্যত চ্যালেঞ্জ করে ভাষণ দেওয়ার সময় একের পর এক কালী, লক্ষ্মী, সরস্বতী, শিবের মন্ত্র আওড়ে গেলেন। পাশাপাশি বললেন, "আমার মোদি-মন্ত্র জানার প্রয়োজন নেই ।"
BJP ধর্মের নামে ভোট আদায়ের চেষ্টা করছে। ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদের চেষ্টা করছে, এই অভিযোগ তুলে মমতা বলেন, "আমি নিজে হিন্দু। আমি প্রতিদিন পুজো করার সময় মন্ত্র পড়ি।" এরপরই তিনি একাধিক মন্ত্র পাঠ করে মোদির নাম না করে বলেন, "হবে নাকি কম্পিটিশন?" এছাড়াও BJP-কে তিনি "অশুভ শক্তি" বলে কটাক্ষ করেন । BJP-র অস্ত্র মিছিলের সমালোচনা করে তিনি বলেন, " মা দুর্গার হাতে অস্ত্র আছে কারণ তিনি অসুর বধ করেছিলেন। অশুভ শক্তিকে বধ করেছিলেন । এরা নিজেরাই অশুভ শক্তি । হাতে গদা, তরোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে । মাথায় ফেট্টি বাঁধছে । গুন্ডাদের টাকা দিচ্ছে । বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে । "