পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

"হবে নাকি কম্পিটিশন?" হিন্দু মন্ত্র নিয়ে মোদিকে চ্যালেঞ্জ মমতার

গতকাল দেওয়ানদিঘিতে জনসভা করেন মমতা । সেই সভা থেকেই তিনি মোদিকে কার্যত চ্যালেঞ্জ করে ভাষণ দেওয়ার সময় একের পর এক কালী, লক্ষ্মী, সরস্বতী, শিবের মন্ত্র আওড়ে গেলেন। পাশাপাশি বললেন, "আমার মোদি-মন্ত্র জানার প্রয়োজন নেই ।"

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 23, 2019, 2:26 AM IST

Updated : Apr 23, 2019, 4:21 AM IST

দেওয়ানদিঘি, ২৩ এপ্রিল : একের পর এক হিন্দু মন্ত্র আওড়ে নরেন্দ্র মোদিকে নাম না করে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "হবে নাকি কম্পিটিশন?" গতকাল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সঙ্ঘমিতার সমর্থনে বর্ধমানের দেওয়ানদিঘিতে জনসভা করেন মমতা । সেই সভা থেকেই তিনি মোদিকে কার্যত চ্যালেঞ্জ করে ভাষণ দেওয়ার সময় একের পর এক কালী, লক্ষ্মী, সরস্বতী, শিবের মন্ত্র আওড়ে গেলেন। পাশাপাশি বললেন, "আমার মোদি-মন্ত্র জানার প্রয়োজন নেই ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP ধর্মের নামে ভোট আদায়ের চেষ্টা করছে। ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদের চেষ্টা করছে, এই অভিযোগ তুলে মমতা বলেন, "আমি নিজে হিন্দু। আমি প্রতিদিন পুজো করার সময় মন্ত্র পড়ি।" এরপরই তিনি একাধিক মন্ত্র পাঠ করে মোদির নাম না করে বলেন, "হবে নাকি কম্পিটিশন?" এছাড়াও BJP-কে তিনি "অশুভ শক্তি" বলে কটাক্ষ করেন । BJP-র অস্ত্র মিছিলের সমালোচনা করে তিনি বলেন, " মা দুর্গার হাতে অস্ত্র আছে কারণ তিনি অসুর বধ করেছিলেন। অশুভ শক্তিকে বধ করেছিলেন । এরা নিজেরাই অশুভ শক্তি । হাতে গদা, তরোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে । মাথায় ফেট্টি বাঁধছে । গুন্ডাদের টাকা দিচ্ছে । বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে । "

BJP-র বাংলা দখলের স্বপ্নকেও মমতা তাচ্ছিল্য করে বলেন, "BJP বলছে বাংলা নেব । তোরা ছাই নিবি ।" মোদি ও অমিত শাহকে তিনি জগাই- মাধাই বলে কটাক্ষ করেন । অমিত শাহকে নাম না করে 'গব্বর সিং' বলেন তিনি । শুধু তাই নয়, আগাম দিল্লি জয়ের বার্তা দিয়ে তিনি বলেন, "কেন্দ্রে আর মোদি সরকার আসছে না । লোকসভা ভোটের পর মোদি ও অমিত শাহ সাইনবোর্ড হয়ে যাবে। বাংলাই দিল্লি দখল করবে। আগামীদিনে তৃণমূল কংগ্রেস দিল্লিতে সবাইকে নিয়ে সরকার গঠন করবে ।"

মমতা আরও বলেন, "ভোট কিনতে BJP টাকা ছড়াচ্ছে। মোদি ও অমিত শাহ সবাইকে ভয় দেখাচ্ছে। শুধু তৃণমূলই তাঁদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ।" সভায় তিনি জোর দিয়ে বলেন, বাংলায় তিনি NRC চালু করতে দেবেন না। তিনি পাহাড়ের অশান্তির জন্য BJP-কে দায়ি করেন।

Last Updated : Apr 23, 2019, 4:21 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details