পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

মমতা বন্দ্যোপাধ্যায় RSS-র কোর কমিটির সদস্য : অধীর চৌধুরি - alipurduar

মমতা বন্দ্যোপাধ্যায়কে RSS-র কোর কমিটির সদস্য হিসেবে কটাক্ষ করলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি।

অধীর চৌধুরি

By

Published : Apr 10, 2019, 8:33 PM IST

Updated : Apr 10, 2019, 9:59 PM IST

মুর্শিদাবাদ, 10 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায় RSS-র এত ভিতরের কথা জানেন মানে তিনি RSS-র কোর কমিটির সদস্য।" অধীর চৌধুরি ও অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে RSS যোগের মন্তব্যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ এভাবেই পালটা জবাব দেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি।

অধীর চৌধুরি বলেন, "BJP, RSS, CPI(M) - এই সম্পর্ক দিয়ে এখানকার মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এখানকার মানুষ আমাকে 20 বছর ধরে চেনে। দিদি আমি বলেছিলাম, আপনি আমার বিরুদ্ধে লড়ুন। যদি আমি হেরে যাই তাহলে রাজনীতি ছেড়ে দেব। আপনি কত বড় জননেত্রী দেখতে চাই। তিনদিন আগে আপনি নিজেই নবান্নে বসে ভিডিয়ো বার্তায় বলেছেন বহরমপুরে BJP-র হাত শক্ত করতে তৃণমূলকে ভোট দিন। আমার কাছে প্রমাণ রয়েছে।"

ভিডিয়োয় শুনুন অধীর চৌধুরির বক্তব্য
তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও বলেননি যে তিনি BJP-র সঙ্গে ঘরকন্যা করে তাদের সরকারের মন্ত্রী হয়ে ভুল করেছিলাম। এবং এখনও বলেননি আমি BJP-র সঙ্গে আর সমঝোতা করব না। তিনি এইরকম কোনও প্রতিশ্রুতিও দেননি। তাই এখানেই সন্দেহ আরও গভীর হয়েছে। তিনি বুঝতে পারছেন মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ তাঁকে প্রত্যাখান করেছেন। তাই এখন অধীর চৌধুরিকে BJP বানাতে হবে।"

আজ চোপড়ার সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, "কংগ্রেস, CPI(M)-র সঙ্গে লড়াই করে না BJP। ওদের সাহায্য করে।" পাশাপাশি, কংগ্রেস নেতা অধীর চৌধুরি ও অভিজিৎ মুখোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বলেন, "বহরমপুরের কংগ্রেস নেতা ও জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের ছেলেকে সাহায্য করছে RSS।" আজ তারই পালটা জবাব দেন অধীর চৌধুরি।

Last Updated : Apr 10, 2019, 9:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details