পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

বংশীহারীতে টাকা ফেরতের দাবিতে কাউন্সিলরের বাড়ি ঘেরাও

2017 সালে বুনিয়াদপুরে বন্যা হয়েছিল । সেই সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য গ্রামের প্রত্যেকটি বাড়ি থেকে 100 টাকা করে তোলা হয় । এলাকাবাসীর অভিযোগ, সেই টাকার বেশিরভাগ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি । এই অভিযোগে আজ 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী ।

বংশীহারীতে টাকা ফেরতের দাবিতে কাউন্সিলরের বাড়ি ঘেরাও

By

Published : Jun 26, 2019, 11:32 PM IST

বংশীহারী, 26 জুন : ত্রাণের টাকা তুলে বন্যায় ক্ষতিগ্রস্তদের না দেওয়ার অভিযোগ উঠল বুনিয়াদপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা খাতুনের বিরুদ্ধে । এই অভিযোগে আজ স্থানীয় বাসিন্দাদের একাংশ কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে । পরে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

2017 সালে বুনিয়াদপুরে বন্যা হয়েছিল । সেই সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য গ্রামের প্রত্যেকটি বাড়ি থেকে 100 টাকা করে তোলা হয় । এলাকাবাসীর অভিযোগ, সেই টাকার বেশিরভাগ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি । এই অভিযোগে আজ 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী ।

স্থানীয় বাসিন্দা প্রকাশ হালদার বলেন, "ত্রাণের টাকা আত্মসাৎ করা ছাড়াও আয়েশা খাতুনের বিরুদ্ধে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে । সেই টাকাও ফেরতের দাবি জানাচ্ছি । "

আয়েশা খাতুন বলেন, "পৌরসভা এলাকার লোকজন স্বেচ্ছায় 100 টাকা করে দিয়েছিল । আমি চেয়ারম্যান ও মহকুমা শাসকের কাছে জানতে চাইব কী কারণে গ্রামবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস প্রকল্পের টাকা ঢুকছে না । যাতে টাকা ঢোকে সেই ব্যবস্থা করব ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details