পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

আবাসিকদের কান্না শুনে হোমের দরজা ভাঙল স্থানীয়রা - local people broke the door of the home at siliguri

শিলিগুড়িতে একটি হোমের আবাসিকদের একাংশ গতকাল রাতে অত্যাচারের অভিযোগ তুলে কান্নাকাটি শুরু করে । আবাসিকদের অভিযোগ, হোমে জোর করে তাদের আটকে রাখা হয়েছে । স্থানীয় বাসিন্দারা তখন হোমের দরজা ভেঙে ভেতরে ঢোকে। যদিও হোমের তরফে অত্যাচারের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

হোমের দরজায় পুলিশ মোতায়েন

By

Published : Apr 21, 2019, 5:32 AM IST

Updated : Apr 21, 2019, 5:58 AM IST

শিলিগুড়ি, ২১ এপ্রিল : আবাসিকদের কান্না শুনে হোমের দরজা ভেঙে ভেতরে ঢুকল স্থানীয়রা । শিলিগুড়ির হাকিমপাড়ায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার হোমের ঘটনা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল সন্ধ্যায় আবাসিকরা আচমকা হোমের জানালা খুলে কাঁদতে শুরু করে । তারা চিৎকার জানায় যে, তাদের জোর করে আটকে রাখা হয়েছে । তাদের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না । হোমে তাদের উপর অত্যাচার করা হয় । আবাসিকদের কান্না শুনে স্থানীয়রা সেখানে জড়ো হন । তাঁরা হোমের দরজা ভেঙে ভিতরে ঢোকেন । এরপর হোমের তরফে পুলিশে খবর দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

হোমের আবাসিকদের একাংশ জানায়, তাদের উপর অত্যাচার করা হয়েছে । তাদের জোর করে আটকে রাখা হয়েছে । অভিযোগ অস্বীকার করেছেন হোমের প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবযানী দে ভৌমিক।

দেবযানী বলেন, "গতকাল হোমের একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই। এরপরেই হোমের দুটি মেয়ে কান্নাকাটি শুরু করে। তাদের সাথে আরও কয়েকজন কাঁদতে থাকে। হোমের এক আবাসিক নাবালিকার মা তখন কিছু লোক নিয়ে সেখানে আসে। হোমের তরফে তাদের ফিরিয়ে দেওয়া হয় । কিন্তু পরে তারা হোমের দরজা ভেঙে ভেতরে ঢোকে । তাদের সাথে কয়েকজন স্থানীয় বাসিন্দাও ছিল । এখানে কাউকে জোর করে আটকানো হয় না । সবটাই নিয়ম মেনে হয় । সরকারিভাবে নির্দেশিকা এলে আমরা মেয়েদের তাদের পরিবারের হাতে তুলে দিই ।"

Last Updated : Apr 21, 2019, 5:58 AM IST

For All Latest Updates

TAGGED:

homesiliguri

ABOUT THE AUTHOR

...view details