পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

স্বাস্থ্য আধিকারিকদের  অনুমতি পেলেই স্টেডিয়ামে দর্শক প্রবেশ করবে : জেভিয়ার তেবাস - ভক্তদের স্টেডিয়ামে প্রবেশে অনুমতি দেবে লা-লিগা

একটি সাপ্তাহিক সাক্ষাৎকারে যোগ দিয়ে লা লিগা সভাপতি তেবাস বলেন, “অনুমতি পাওয়া গেলে ভক্তদের অবশ্যই স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেয়া হবে।”

Image
La Liga

By

Published : Jun 8, 2020, 4:53 PM IST

মাদ্রিদ, 8 জুন: স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা এই মরশুমে স্টেডিয়ামে দর্শকদের উপর নিষেধাজ্ঞা জারি করছে না। লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস রবিবার বলেছিলেন, তিনি চান দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা দেখুক। তবে সেটা তখনই সম্ভব যদি স্থানীয় স্বাস্থ্য আধিকারিকরা অনুমতি দেন । কদিন আগে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছিলেন, কিছু ক্লাবের দর্শক থাকবে আর কিছু ক্লাবে থাকবে না এটা ন্যায্য নয়।

লিগ ব্রডকাস্টার দের একটি সাপ্তাহিক সাক্ষাৎকারে যোগ দিয়ে সভাপতি তেবাস বলেন, “অনুমতি পাওয়া গেলে ভক্তদের অবশ্যই স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হবে।”

কোরোনা ভাইরাস মহামারির কারণে স্পেন জুড়ে যে যে বিধি নিষেধ আরোপ করা হয়েছিল, সেগুলি ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। যে যে স্থানগুলি সুস্থ হওয়ার পথে চলে এসেছে সেখানে কিছু দর্শক নিয়ে ম্যাচ শুরুর অনুমতি দেওয়া হতে পারে।

তবে কিছুদিন আগে পর্যন্ত তাবেস ও স্পেন সরকার দেশের সব স্টেডিয়ামের উপর দর্শক প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে।

তাবেস জানান, কোন দলের কোন ফুটবলার বা দলের সদস্য কেউ করুণা পজিটিভ ধরা পড়েনি। তিনি আরো বলেন এটা প্রত্যেকের কাছে বাড়তি সাবধানতা অবলম্বন করে চলাটা খুব গুরুত্বপূর্ণ ।কারণ স্পিন জুড়ে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।

তাবেস নিশ্চিত করেন যে, দর্শকদের কাছে আরও একটি বিকল্প থাকবে । তারা বাড়িতে ভার্চুয়াল দর্শক পূর্ণ স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ পাবেন । তিনি বলেন, “ ভক্তরা তাঁদের ইচ্ছামত খালি স্টেডিয়ামে বা ভার্চুয়াল দর্শক পূর্ণ স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন। ” এর জন্য ভিডিও গেম প্রস্তুতকারী সংস্থা EA স্পোর্টসের সহযোগিতা নেওয়া হবে ।

লা লিগা ফিরতে চলেছে সেভিলে ডার্বি দিয়ে। বৃহস্পতিবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেভিলে ও রিয়াল বিটিস।

ABOUT THE AUTHOR

...view details