মাদ্রিদ, 8 জুন: স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা এই মরশুমে স্টেডিয়ামে দর্শকদের উপর নিষেধাজ্ঞা জারি করছে না। লা লিগা সভাপতি জেভিয়ার তেবাস রবিবার বলেছিলেন, তিনি চান দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা দেখুক। তবে সেটা তখনই সম্ভব যদি স্থানীয় স্বাস্থ্য আধিকারিকরা অনুমতি দেন । কদিন আগে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছিলেন, কিছু ক্লাবের দর্শক থাকবে আর কিছু ক্লাবে থাকবে না এটা ন্যায্য নয়।
লিগ ব্রডকাস্টার দের একটি সাপ্তাহিক সাক্ষাৎকারে যোগ দিয়ে সভাপতি তেবাস বলেন, “অনুমতি পাওয়া গেলে ভক্তদের অবশ্যই স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হবে।”
কোরোনা ভাইরাস মহামারির কারণে স্পেন জুড়ে যে যে বিধি নিষেধ আরোপ করা হয়েছিল, সেগুলি ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। যে যে স্থানগুলি সুস্থ হওয়ার পথে চলে এসেছে সেখানে কিছু দর্শক নিয়ে ম্যাচ শুরুর অনুমতি দেওয়া হতে পারে।