কলকাতা, 20 এপ্রিল : হারের পাঁচকাহন কাটিয়ে জয়ের খোঁজে কলকাতা নাইট রাইডার্স । আগামীকাল নিজ়ামের শহরে কার্তিকদের প্রতিপক্ষ সানরাইজ়ার্স হায়দরাবাদ । প্রথম ম্যাচে ঘরের মাঠে ভুবিদের হারালেও রবিবাসরীয় হায়দরাবাদে নামার আগে নাইটরা মোটেও স্বস্তিতে নেই। কারণ টানা চার ম্যাচে হেরে কলকাতা আপাতত পয়েন্ট টেবিলের নিচের দিকেই । একটা সময় তাদের দেখে মনে হয়েছিল প্লে অফে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র । কিন্তু অতিরিক্ত রাসেল নির্ভরতা এখন নাইটদের পিছনে সরিয়ে দিচ্ছে বলেই মনে করছে ক্রীড়াবিদরা ।
ঝুলিতে আট পয়েন্ট নিয়ে প্রথম চারে নেই দীনেশ কার্তিকরা । RCB-র বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দশ রানে হেরেছে কলকাতা । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ইনিংসের মাঝপথে ধীর গতির ব্যাটিংকে দুষেছিলেন আন্দ্রে রাসেল । শুধু তাই নয়, তিনি যে ব্যাটিং অর্ডারে চার নম্বরে ব্যাট করতে চান তাও ঘুরিয়ে ফিরিয়ে বোঝানোর চেষ্টা করেন । তা করলে দল কীভাবে লাভবান হতে পারে তার ব্যাখ্যাও দিয়েছিলেন । জানিয়েছিলেন, RCB-র কাছে পরাজয় দলকে শিক্ষা নিতে সাহায্য করবে । কোনও সন্দেহ নেই এই ক্যারিবিয়ান অলরাউন্ডার নাইট ব্যাটিংকে শুধু নেতৃত্ব দিচ্ছেন না প্রতিপক্ষ দলের ছক দুমড়েও দিচ্ছেন । এবার কালকের ম্যাচে রাসেলকে চার নম্বরে ব্যাট করানো হয় কি না সেটাই দেখার।
জয়ের খোঁজে নিজ়ামের শহরে নাইটরা
আগামীকাল নিজ়ামের শহরে কার্তিকদের প্রতিপক্ষ সানরাইজ়ার্স হায়দরাবাদ । RCB-র কাছে পরাজয় থেকে শিক্ষা নিয়েছে কি না KKR, তা বোঝা এখন সময়ের অপেক্ষা ।
রবিন উথাপ্পা RCB-র বিরুদ্ধে 20 বলে 9 রান করেছিলেন। যা IPL-র দুনিয়ায় খারাপ পারফরম্যান্স নয়, বলা যেতে পারে অপরাধ । তাই হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে বসানোর দাবি জোরালো হয়েছে । বদলে কাল রিঙ্কু সিংকে ব্যবহারের কথাও ভাবা হচ্ছে । ব্যাট হাতে রান নেই অধিনায়ক দীনেশ কার্তিকেরও । ফলে মিডল অর্ডারে রাসেল নির্ভরতা বাড়ছে । শুভমান গিল, নীতিশ রানা ভালো খেললেও ধারাবাহিক নন । বল হাতে নাইট বোলারদের মধ্যে হতশ্রী অবস্থা কুলদীপ যাদবের । বাঁহাতি এই চ্যায়নাম্যান RCB-র বিরুদ্ধে 4 ওভারে 59 রান দিয়েছেন । প্রতিটি ম্যাচেই চেনা কুলদীপকে পাওয়া যাচ্ছে না । তাই ক্লান্তি কাটিয়ে হারের ধাক্কা সামলে নাইটদের জয়ে ফেরা এখন মস্ত বড় চ্যালেঞ্জ । যা সম্ভব হলে বোঝা যাবে RCB-র বিরুদ্ধে পরাজয় থেকে শিক্ষা নিয়েছে KKR ।