পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

অপরাধীদের নিয়ে প্রচারে ঘোরার অভিযোগ নিরজের বিরুদ্ধে - দার্জিলিং

অপরাধীদের নিয়ে প্রচারে ঘুরছে BJP প্রার্থী নিরজ জিম্বা । দাবি মোর্চার বিনয়পন্থী নেতা কেশবরাজ পোখরালের । তাঁর দাবি, প্রচার পাওয়ার জন্য নিরজ এসব করছে ।

কেশবরাজ পোখরাল

By

Published : May 4, 2019, 2:23 PM IST

দার্জিলিং, 4 মে : "BJP প্রার্থী নিরজ জিম্বা জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত লোকদের নিয়ে ঘুরছে ।" গতকাল এই দাবি করেন মোর্চার বিনয় তামাং অনুগামী নেতা কেশবরাজ পোখরেল । পাশাপাশি তাঁর দাবি, নির্বাচন কমিশন BJP-র হয়ে কাজ করছে ।

গোর্খা জনমুক্তি মোর্চার (বিনয়পন্থী) কেন্দ্রীয় কমিটির সদস্য কেশবরাজ । বিধানসভা উপনির্বাচনে দার্জিলিং কেন্দ্রে BJP-র জোটপ্রার্থী নিরজ জিম্বা । বৃহস্পতিবার দার্জিলিঙে হ্যাপি ভ্যালি চা বাগানে ভোট প্রচারে যান তিনি । সেইসময় দু'জন যুবক বাইকে চেপে এসে নিরজের গাড়িতে হামলা চালায় । অভিযোগ, হামলাকারীরা মোর্চার বিনয়পন্থী শিবিরের । এই ঘটনায় দার্জিলিং সদর থানায় অভিযোগ দায়ের করা হয় ।

এবিষয়ে মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা কেশবরাজ পোখরেলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "প্রচার পাওয়ার জন্য নিজের গাড়ি নিজের লোকদের দিয়ে ভাঙচুর করাচ্ছে নিরজ । এটা নির্বাচন কমিশনের দেখা উচিত । নির্বাচন কমিশন BJP- র হয়ে কাজ করছে । নিরজ জিম্বার সঙ্গে যারা ঘুরছে তাদের অনেকের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে । নির্বাচন কমিশন এগুলো দেখছে না কেন ? আমরা অনেক কষ্ট করে পাহাড়ে শান্তি ফিরিয়েছি । আর কোনওভাবেই পাহাড়ে কোনওরকম অশান্তি আমরা হতে দেব না ।"

ABOUT THE AUTHOR

...view details