পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দক্ষিণ দিনাজপুরের সাংবাদিকরা এবার প্রথম ED ভোট দিলেন - vote

ED ভোট দেওয়ার জন্য দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কাছে সাংবাদিকরা আবেদন জানিয়েছিলেন। প্রশাসন সেই আবেদন মঞ্জুর করেছেন। এবার প্রথম লোকসভা নির্বাচনে জেলার সাংবাদিকরা ED ভোট দিলেন।

ED ভোট দিলেন সাংবাদিক

By

Published : Apr 24, 2019, 5:38 AM IST

Updated : Apr 24, 2019, 6:11 AM IST

বালুরঘাট, ২৩ এপ্রিল: সাধারণ মানুষের কথা তুলে ধরতে ব্যস্ত সংবিধানের চতুর্থস্তম্ভ অর্থাৎ সংবাদমাধ্যম। ভোটের দিনগুলিতে সাংবাদিকরা দিনভর ব্যস্ত থাকেন খবর সংগ্রহের কাজে। ফলে তাঁদের আর ভোট দেওয়া হয় না।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তাই দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব এবং কনফেডারেশন অফ সিকিম অ্যান্ড নর্থ বেঙ্গল জার্নালিস্ট- এর পক্ষ থেকে সাংবাদিকদের ED ভোটের দাবি তোলা হয়। এনিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন রাখা হয়। সেই আবেদনে সারা দেয় জেলা প্রশাসন। এর ফলে এবার প্রথম দক্ষিণ দিনাজপুরের সাংবাদিকরা লোকসভা নির্বাচনে ED ভোট দিলেন। গতকাল জেলার ১৩ জন সাংবাদিক ED ভোট দিয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর কুমার রায় বলেন, "ভোটের সময় সাংবাদিকরা খবর সংগ্রহে ব্যস্ত থাকেন। এর ফলে অনেক সময় তাঁরা ভোট দিতে পারেন না। তাই আমরা ED ভোটের দাবি করেছিলাম। আমাদের সেই দাবি প্রশাসন মেনে নিয়েছে। এবার লোকসভা নির্বাচনে বালুরঘাটের জেলা নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের ED ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। আগামী সব নির্বাচনেই যেন সাংবাদিকরা ED ভোট দিতে পারে, সেই দাবিও জানানো হয়েছে।"

Last Updated : Apr 24, 2019, 6:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details