পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

সাংবাদিকের ছেলেকে অন্ধ করে খুন নালন্দায় - journalist

নালন্দায় সাংবাদিকের ছেলেকে অন্ধ করে খুন করা হল।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 15, 2019, 10:19 AM IST

নালন্দা (বিহার), 15 এপ্রিল : নালন্দায় খুন হল এক সাংবাদিকের ছেলে। মৃতের নাম চুন্নু কুমার। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবককে গতকাল অন্ধ করার পর খুন করা হয়।

নালন্দার SP নীলেশ কুমার বলেন, "আমরা যখন দেহটি উদ্ধার করি, তখন ছেলেটির চোখ থেকে রক্ত বের হচ্ছিল। কিন্তু শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।"

উল্লেখ্য, চুন্নুর বাবা একজন সাংবাদিক। তিনি একটি নামী সংবাদ সংস্থায় কাজ করেন। চুন্নুর সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details