পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

জনবহুল এলাকায় কোয়ারানটিন সেন্টার তৈরির বিরোধিতা জলপাইগুড়ি পৌর প্রশাসকের - Jalpaiguri

জলপাইগুড়ির DBC রোডের একটি হোটেলে কোয়ারানটিন সেন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন । স্থানীয় মানুষ তাতে আপত্তি জানান ।

Coronavirus cases in Jalpaiguri
জলপাইগুড়ির জনবহুল এলাকায় কোয়ারানটিন সেন্টার

By

Published : Jun 8, 2020, 5:05 PM IST

জলপাইগুড়ি, 8 জুন : জলপাইগুড়ি শহরের জনবহুল জায়গায় কোনও হোটেলে কোয়ারানটিন সেন্টার করা যাবে না । জেলাশাসকের সঙ্গে দেখা করে দাবি করলেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক এবং প্রশাসক বোর্ডের সদস্যরা । গতকাল জলপাইগুড়ির DBC রোডের একটি হোটেলে কোয়ারানটিন সেন্টার তৈরির সিদ্ধান্ত নেয় প্রশাসন । এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য নিপু শা ঘটনাস্থলে গিয়ে কোয়ারানটিন সেন্টার করার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ।

জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক পাপিয়া পাল বলেন, “শহরের জনবহুল এলাকায় যাতে কোনও হোটেলে কোয়ারানটিন সেন্টার না করা হয় তার দাবি জানানো হয়েছে জেলাশাসককে । যদি করতে হয় তাহলে শহরের বাইরে কোনও স্কুল, তিস্তা পর্যটক আবাসে যাতে কোয়ারানটিন সেন্টার খোলায় যায় । তাছাড়া পৌরসভার বেশ কিছু কাজ বাকি রয়েছে । সেই কাজ কীভাবে শুরু কর যায় । বিভিন্ন দপ্তরের মাধ্যনে সেসব দ্রুত শেষ করার আবেদন জানানো হয়েছে । বিশেষ করে দিনবাজার মার্কেট, সুনীতিবালা সদর গার্লসের সামনে দোলনা সেতু যাতে তাড়াতাড়ি শেষ হিয় সেটাও বলা হয়েছে ।”

জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি জানান, "পৌরসভার প্রশাসক এবং প্রশাসক বোর্ডের সদস্য এসেছিলেন বিভিন্ন কাজের বিষয়ে কথা বলতে । পাশাপাশি শহরের মধ্যে যাতে কোনও কোয়ারানটিন সেন্টার করা হয় তার দাবি জানিয়েছেন । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details