জয়পুর, 8 এপ্রিল: 140 রান তাড়া করতে নেমে নারিন ও ক্রিস লিনের ঝোড়ো ব্যাটিংয়ের দাপটে 14 ওভারের আগেই 8 উইকেটে ম্যাচ জিতে নিল KKR। KKR-এর হয়ে ক্রিস লিন হাফ সেঞ্চুরি করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন নারিন। অপরাজিত ছিলেন শুভমন গিল ও রবিন উথাপ্পা।
লিন-নারিনের ঝোড়ো ব্যাটিং, রাজস্থান বধ KKR-র - game
রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারাল KKR। 14 ওভারের আগেই আট উইকেটে ম্যাচ জিতে নেয় নাইট টিম। গতকাল রাজস্থানের সাওয়াই মানসিং স্টেডিয়ামে ছিল ম্যাচ।
নারিন ও লিন
প্রথমবার IPL খেলতে নামা ইংল্যান্ডের হ্যারি গার্নির দাপটে 139 রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে সর্বোচ্চ 73 রানে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ। 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট নেন হ্যারি। ম্যান অফ দ্য ম্যাচ তিনিই। এই জয়ের সঙ্গে IPL-র টেবলে শীর্ষে পৌঁছে গেল KKR। 5 ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেল নাইটরা।
Last Updated : Apr 8, 2019, 2:45 AM IST