পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

এক বেডে 6 জন, মৃত্যু সদ্যোজাত শিশুর

মাদার অ্যান্ড চাইল্ড হাবে দুটি বেড পাশাপাশি জোড়া দিয়ে সেখানে তিনজন প্রসূতি ও তিনটি শিশুকে রাখা হয়েছিল। এজন্য চাপাচাপিতে শিশুটির মৃত্যু হয়েছে।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 21, 2019, 1:31 AM IST

Updated : Apr 21, 2019, 5:34 AM IST

জলপাইগুড়ি, ২১ এপ্রিল : জলপাইগুড়ির মাদার অ্যান্ড চাইল্ড হাব-এ গতকাল এক সদ্যোজাত শিশুর মৃত্যু হয়। শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছে শিশুটির অভিভাবকরা। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মৃত শিশুটির অভিভাবকদের অভিযোগ, মাদার অ্যান্ড চাইল্ড হাবে দুটি বেড পাশাপাশি জোড়া দিয়ে সেখানে তিনজন প্রসূতি ও তিনটি শিশুকে রাখা হয়েছিল। এজন্য চাপাচাপিতে শিশুটির মৃত্যু হয়েছে। জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকারকে ও কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির অভিভাবকরা। শিশুটির ময়নাতদন্ত হয়েছে।

জলপাইগুড়ির শিল্পসমিতি পাড়ার বাসিন্দা সুমন দাসের স্ত্রী দেবযানী ১৭ এপ্রিল মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভরতি হন। সেই দিনই সিজারের মাধ্যমে দেবযানী একটি কন্যা সন্তান প্রসব করেন। শুক্রবার দেবযানী ও তাঁর সন্তানকে অন্য বেডে স্থানান্তর করা হয়। সেই বেডে আগে থেকেই দুজন প্রসূতি ও তাদের দুই সন্তান ছিল। দেবযানী ও সুমনের অভিযোগ, দুটি বেডে তিনজন প্রসূতি ও তিনটি শিশুকে রাখায় চাপ লেগেই তাঁদের তিনদিনের কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে শিশুটির মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Last Updated : Apr 21, 2019, 5:34 AM IST

For All Latest Updates

TAGGED:

child dead

ABOUT THE AUTHOR

...view details