রায়গঞ্জ, 16 সেপ্টেম্বর : মহালয়া মানেই রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে "ইয়া দেবী সর্বভূতেষু..... ৷" কাকভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও মহিষাসুরমর্দিনীর যুগলবন্দী সব বাঙালির কাছে পুজোর আগমনীর সুর বেঁধে দেয়।
চিরাচরিত এই ধারা বঙ্গ জীবনের অঙ্গ হিসেবে চলে আসছে দীর্ঘদিন ধরে । প্রযুক্তির আগ্রাসন ও দৃশ্যশ্রাব্য মাধ্যমের অতি সক্রিয়তার মধ্যেও রেডিয়োতে মহালয়া শোনার নস্টালজিক আনন্দ থেকে বাঙালিকে দূরে সরানো যায়নি। রেডিয়োতে মহালয়া শোনার পরম্পরা দীর্ঘ 50 বছর ধরে রেখেছেন রায়গঞ্জ শহরের মোহনবাটির দত্ত বাড়ির পরিবারের সদস্যরাও। আজও মহালয়ার আগের দিন পুরোনো রেডিয়োর ধুলো মুছে নতুন করে ব্যাটারি লাগিয়ে তৈরি হয়ে বসেন পরিবারের অন্যতম সদস্য গোবিন্দ দত্ত। জানালেন রেডিয়োতে মহালয়া শোনার মজাই আলাদা।