পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

গাড়িতে যুবতির শ্লীলতাহানির অভিযোগ, ধাওয়া করে ধরা হল 4 জনকে - matador

চলন্ত ম্যাটাডোরে এক যুবতির শ্লীলতাহানির অভিযোগ 7 যুবকের বিরুদ্ধে। তাদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অভিযুক্ত

By

Published : May 11, 2019, 7:52 PM IST

মালবাজার, 11 মে: চলন্ত ম্যাটাডোরে এক যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল ৭ যুবকের বিরুদ্ধে। আজ মালবাজার থেকে ডামডিম যাওয়ার পথে ওই যুবতির শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই যুবতি বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। এই ঘটনায় স্থানীয়দের হাতে ধরা পড়ে 4 জন। তাদের নাম বিশ্বজিৎ রায় (২০), প্রসেনজিৎ রায়(২২), অমল মুর্মু (২০) ও শান্তনু মাজি (২০)। বাকি 3 জন পলাতক। যুবকদের বাড়ি মেটেলি ব্লকের শালবাড়ি গ্রামে।

আজ মালবাজারের একটি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিতে এসেছিল ওই যুবতি। প্রতিদিনের মতো প্রশিক্ষণ শেষে মালবাজার বাসস্ট্যান্ড থেকে একটি ম্যাটাডোরে ওঠে। ওই গাড়িতে আরও 4 যুবক ছিল। মালবাজার থেকে ডামডিম যাওয়ার পথে আরও 3 যুবক ওঠে। অভিযোগ, ওই 7 যুবক ম্যাটাডোরে যুবতির উপর চড়াও হয়। যুবতি গাড়ির চালকের সাহায্য চাইলেও কোনও সাহায্য মেলেনি। বাধ্য হয়ে সে গাড়ি থেকে রাস্তায় নেমে কাঁদতে শুরু করে। সেই সময় এলাকার পরিচিত এক গাড়ির চালককে দেখতে পায় ওই যুবতি। যুবতিকে সঙ্গে নিয়ে ওই চালক গাড়িটিকে ধাওয়া করে। ওদলাবাড়িতে সেই গাড়িটিকে ধরে ফেলে তারা। তখন 3জন পালিয়ে যায় কিন্তু বাকি 4 জনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যদিও ওই 4 যুবক অভিযোগ অস্বীকার করেছে।
মাল থানার OC শান্তা শীল জানান, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 3 জনের খোঁজ চলছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details