পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি অর্জুনের

ভাটপাড়ায় জাল ভোটার কার্ড বানানো হচ্ছে। আজ জেলাশাসকের সঙ্গে দেখা করে সঠিক প্রমাণ থাকলে দীনেশ ত্রিবেদীর অভিযোগের বিরুদ্ধে মানহানির মামলা করবেন অর্জুন ।

ফাইল ফোটো

By

Published : May 18, 2019, 8:21 PM IST

Updated : May 19, 2019, 12:08 AM IST

ব্যারাকপুর, 18 মে : আজ উত্তর 24 পরগনার জেলাশাসকের কাছে অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী ও জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁদের অভিযোগ, ভাটপাড়ায় হাজার হাজার নকল ভোটার কার্ড বানানো হচ্ছে । এই অভিযোগের প্রেক্ষিতে অর্জুন সিং বলেন, "আমি মানহানির মামলা করব ।"

শুনুন বক্তব্য

তিনি বলেন, "দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক জ্ঞান একটু কম আছে । কর্পোরেটদের পার্টিতে যাওয়া আর রাজনীতি করার মধ্যে তফাৎ আছে । ওর বিরুদ্ধে আমি মামলা করব । এই দেশদ্রোহী কাজটা ওর এবং ওর দলের পক্ষেই সম্ভব । ওই দলটাই তো পুরোপুরি দেশদ্রোহী । উনি যদি সত্যিই এই অভিযোগ করে থাকেন তাহলে ওর বিরুদ্ধে মানহানির মামলা করব । কাউকে দেশদ্রোহীর আখ্যা দেওয়ার জন্য যেন তার জেল হয় ।"

আজ জেলা নির্বাচনী আধিকারিক অন্তরা আচার্যর সঙ্গে দেখা করার পর দীনেশ ত্রিবেদী বলেন, "অনেকে নির্বাচনে অনুপস্থিত থাকেন । তাদের নামে ভুয়ো ভোটার পরিচয়পত্র বানানো হয় । এখানে কোনও ভুয়ো ভোটের স্থান নেই । আমাদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে । তাই আমরা নির্বাচন আধিকারিকদের কাছে এসেছি । যারা ভুয়ো ভোট দেবে, তাদের যেন গ্রেপ্তার করা হয় । "

Last Updated : May 19, 2019, 12:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details