পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ভয় পাই না, নোটিশ পাঠাক, উত্তর দেব; কমিশনের উদ্দেশ্যে অনুব্রত - election commision

"আবার নোটিশ পাঠাক, আবার উত্তর দেব। আমি রেডি। ভয় পাই না।" ময়ূরেশ্বরের জনসভা থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আজ একথা বলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল

By

Published : Apr 11, 2019, 10:58 PM IST

Updated : Apr 11, 2019, 11:05 PM IST

ময়ূরেশ্বর (বীরভূম), 11 এপ্রিল : "আবার নোটিশ পাঠাক, আবার উত্তর দেব। আমি রেডি। ভয় পাই না।" ময়ূরেশ্বরের জনসভা থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আজ একথা বলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে এই নিয়ে ৩ বার শোকজ় ও একবার সতর্ক করেছে নির্বাচন কমিশন। এমন কী, তৃণমূল কংগ্রেসকে চিঠি দিয়ে অনুব্রতকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে কমিশন।

লোকসভা নির্বাচন ঘোষণা হতেই জল, নকুলদানা দেওয়ার কথা বলেছিলেন অনুব্রত। এই মন্তব্যের জেরে তাঁকে শোকজ় করে নির্বাচন কমিশন। এরপরে কমিশনকেই নকুলদানা খাওয়ানোর পরামর্শ দেন তিনি। ফের শোকজ় করা হয় তাঁকে। এমন কী, তাঁকে সতর্কও করা হয়, পাশাপাশি অনুব্রতকে নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়ে তৃণমূলকে চিঠি দেয় কমিশন। ফের মঞ্চ থেকে প্রিজ়াইডিং অফিসারদের পোল ভোট করার অনুরোধ করায় তাঁকে শোকজ় করা হয়। কমিশনের শোকজ়ের জবাব দিয়েছেন অনুব্রত।

ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য
আজ ময়ূরেশ্বরে সভা থেকে কমিশনের উদ্দেশে অনুব্রত মণ্ডল বলেন, "আমাকে নোটিশ করা হয়েছে। আমি উত্তর দিয়েছি। আবার করুক, সবার উত্তর দেব। আমি ভয় পাই না। আর কী করবেন? আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি। আমি মানুষের পাশে থাকি। উন্নয়নের সঙ্গে থাকি। আমি সবাইকে নিয়ে চলি।" EVM-র ত্রুটি সম্পর্কে অনুব্রত মণ্ডল বলেন, "আপনাদের মেশিনকে আমরা কিন্তু বিশ্বাস করি না। ৩০০, ৪০০ ভোট পোল করে আমাদের দেখিয়ে দিতে হবে যে মেশিন ঠিক আছে।" আজ নির্বাচন কেমন হয়েছে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "খুব ভালো হয়েছে। মোটামুটি BJP যে প্রার্থী আছে সে এখন থেকে 20-25টি বুথে ভোটের (পুনর্নির্বাচন) কথা বলছে। মাছি দিয়ে কি ভোট হয়? জানতে পারবেন সব জানতে পারবেন কে মাছি, কে পিঁপড়ে? 23 তারিখ সব বলে দেব।"
Last Updated : Apr 11, 2019, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details