কলকাতা, 18 মে : সপ্তম দফার ভোটারদের খুশির খবর দিতে পারল না আলিপুর আবহাওয়া অফিস । অর্থাৎ কমছে না তাপমাত্রা । বরং বাড়ার সম্ভাবনা প্রবল । কাল কলকাতা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় ভোটগ্রহণ । এই তিন জেলাতেই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়তেও পারে ।
ভোটারদের জন্য খারাপ খবর, আগামীকাল চলবে তাপপ্রবাহ - east medinipur
দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে আগামী দু'দিন চলবে তাপপ্রবাহ ।
আজ আলিপুর আবহাওয়া অফিসের সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, কলকাতাসহ দক্ষিণবঙ্গে পশ্চিমী হওয়া ঢুকছে, তাই এই গরম আবহাওয়া বজায় থাকবে । পশ্চিমের জেলাগুলিতেও আগামী দু'দিন তাপপ্রবাহ চলবে । পুরুলিয়া,বাঁকুড়া,পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে । কলকাতা ও দুই 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়ায় আগামী দু'দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতায় 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা থাকবে । এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, বিহারের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে কিন্তু তার কোনও প্রভাব এরাজ্যে পড়বে না । তাপমাত্রা বেশি না থাকলেও গরম আবহাওয়া বজায় থাকবে । আন্দামান নিকোবরে বর্ষা ঢুকে গেছে । আগামী 3 থেকে 4 দিনের মধ্যে পোর্টব্লেয়ারে ঢোকার সম্ভাবনা রয়েছে ।