পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

অভূতপূর্ব জয়ের জন্য নরেন্দ্রভাই মোদিকে শুভেচ্ছা : আদবানি - election result

অভূতপূর্ব জয়ের জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি ।

লালকৃষ্ণ আদবানি

By

Published : May 23, 2019, 4:07 PM IST

দিল্লি, 23 মে : এই নির্বাচনে BJP-র অভূতপূর্ব জয়ের জন্য নরেন্দ্রভাই মোদিকে হার্দিক শুভেচ্ছা । বললেন বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি । একইসঙ্গে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং দলীয় কর্মীদের শুভেচ্ছা জানান তিনি । অমিত শাহ এবং দলের কর্মীদের জন্যই BJP-র বার্তা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া গেছে বলে তিনি মন্তব্য করেন ।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান তিনি । দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন ।

এবারের নির্বাচনে বয়সজনিত কারণে টিকিট পাননি আদবানি । এই নিয়ে অবশ্য প্রকাশ্যে কিছু বলেননি বর্ষীয়ান এই BJP নেতা । তবে আজ ভোটগণনা শুরুর কয়েকঘণ্টা পর গেরুয়া ঝড়ের আভাস পাওয়ার পর মোদির প্রশংসা করে মুখ খুললেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details