কলকাতা, 18 মে : আইনজীবীদের কর্মবিরতির জেরে থেমে রয়েছে DA মামলা । স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (SAT) বাতিল হয়েছে DA মামলার তিনটি গুরুত্বপূর্ণ শুনানি । আইনজীবীদের অনির্দিষ্টকালের এই কর্মবিরতি উঠে আবার কবে DA মামলার শুনানি হবে তার দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা ।
আইনজীবীদের কর্মবিরতিতে থমকে DA মামলা, চিন্তায় সরকারি কর্মচারীরা - SAT
লাগাতার কর্মবিরতিতে থমকে DA মামলা । কবে সেই কর্মবিরতি উঠবে এবং DA মামলার শুনানি হবে তা নিয়ে চিন্তিত সরকারি কর্মচারীরা ।
25 এপ্রিল শেষ শুনানি হয়েছিল SAT-এ । তারপর 2 মে, 8 মে ও 15 মে মামলার শুনানির দিন ঠিক হয়েছিল । কিন্তু আইনজীবীদের অনির্দিষ্টিকালের কর্মবিরতির জন্য পরপর সেই তিনটি শুনানি বাতিল হয়েছে । 22 মে DA মামলার আরেকটি শুনানির দিন ঠিক করা হয়েছে । তবে সেদিন শুনানি হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা । DA মামলার মূল আবেদনকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, "যদি সারা রাজ্যে আপনারা কর্মবিরতি করে থাকেন, তাহলে আপনাদের মামলটা হাইকোর্টে কেন উঠছে । তাহলে সাধারণ মানুষের দোষ কোথায় ।"
25 এপ্রিল হাওড়া আদালতের আইনজীবীদের সঙ্গে পৌরনিগমের কর্মচারীদের সংঘর্ষ হয়েছিল । সেই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা । কবে সেই কর্মবিরতি উঠবে এবং DA মামলার শুনানি হবে তা নিয়ে চিন্তিত সরকারি কর্মচারীরা ।