পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ব্রাজ়িলের বারে গুলি, নিহত 11

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাত দুষ্কৃতী তিনটি গাড়ি ও একটি বাইকে করে এসে বারটিতে হামলা চালায় । তাদের মধ্যে একজন আহত অবস্থায় পুলিশের হেপাজতে রয়েছে ।

ছবিটি প্রতীকী

By

Published : May 20, 2019, 8:03 AM IST

রিও দি জ়েনেরিও, 20 মে : উত্তর ব্রাজ়িলের একটি বারে কমপক্ষে 11 জনকে গুলি করে হত্যা করা হল । পুলিশ সূত্রে খবর, কয়েকজন বন্দুকধারী ব্রাজ়িলের ওই বারে গুলি চালায় । উত্তর ব্রাজ়িলের বেলেম শহরে গতরাতের ঘটনা ।

একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতদের মধ্যে ছয়জন মহিলা ও পাঁচজন পুরুষ । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাত দুষ্কৃতী তিনটি গাড়ি ও একটি বাইকে করে এসে বারটিতে হামলা চালায় । তাদের মধ্যে একজন আহত অবস্থায় পুলিশের হেপাজতে রয়েছে । বাকিরা পালিয়ে যায় । কী কারণে এই হামলা চালানো হল তা জানা যায়নি ।

যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য গত মার্চ মাসে পুলিশ মোতায়েন করা হয়েছিল ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details