শিলিগুড়ি, 4 মে : আগাম কোনও নোটিশ ছাড়াই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি অবধি শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা বাতিল করা হয়েছে । তাই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক সহ ছাত্ররা । শিলিগুড়ি বয়েজ় হাইস্কুলের ঘটনা । অন্যদিকে, ঘূর্ণিঝড় ফণী ও গরমের ছুটিকে কেন্দ্র করে একটানা দু'মাস স্কুল বন্ধ রাখার প্রতিবাদে আজ জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়েও বিক্ষোভ দেখান তারা । শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
নোটিশ ছাড়াই বাতিল পরীক্ষা, বিক্ষোভ অভিভাবকদের - siliguri
আগাম নোটিশ ছাড়াই ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা বাতিল হওয়ায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ।
পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ শিলিগুড়ি বয়েজ় হাইস্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা পরীক্ষা ছিল । স্কুলের তরফে পরীক্ষা বাতিলের আগাম কোনও নির্দেশিকা জারি হয়নি । অন্যদিকে, ফণীর জেরে সমস্ত স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশিকা থাকলেও এই স্কুলটি অবশ্য আজ খোলা ছিল । যদিও স্কুলের তরফে বেলার দিকে একটি নোটিশ ঝোলানো হয় । তাতে উল্লেখ করা হয়েছে, "ওড়িশা ও বাংলায় ফণীর প্রলয় দাপটে নিহতদের সম্মান জানাতে আজ ও আগামীকালের সমস্ত পরীক্ষা বাতিল করা হল ।"
সুব্রত রায় নামে এক অভিভাবক বলেন, "কোনও নোটিশ ছাড়াই পরীক্ষা বাতিল করা হয়েছে । আগাম কোনও কিছু না জানিয়ে এইভাবে পরীক্ষা বাতিল করা উচিত হয়নি । রাজ্য শিক্ষা দপ্তর আমাদের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে । অন্যদিকে, ফণী ও গরমের ছুটিকে সামনে রেখে দুই মাস ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর । কিন্তু একটানা দুই মাস কেন তা বুঝে উঠতে পারছি না । এটা কখনই মেনে নেওয়া যায় না । যদি দু'মাসের ছুটির নির্দেশিকা বাতিল না হয় তাহলে জেলা স্কুল পরিদর্শকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাব ।" অন্যদিকে, এই বিষয়ে শিলিগুড়ি বয়েজ় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিতিশ বর্মা বলেন, "আমরা যেভাবে নির্দেশিকা পেয়েছি সেভাবেই কাজ করছি । আপাতত সরকারি নিয়ম মেনে দুই মাস বন্ধ থাকবে স্কুল । দুই মাস বাদেই বাতিল হওয়া এই পরীক্ষার দিন স্থির হবে ।"