পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

রাজ্যে ফের দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে টুইটে সতর্কবার্তা রাজ্যপালের

রাজ্যে সিঙ্গল টেন্ডার দেওয়া নিয়ে দুর্নীতি ও পক্ষপাতিত্ব চলছে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে টুইট করে সতর্ক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

Jagdeep dhankhar
Jagdeep dhankhar

By

Published : Jun 11, 2020, 1:08 PM IST

কলকাতা, 11 জুন: নতুন ইশুতে ফের সরব রাজ্যপাল। রাজ্যের পক্ষপাতিত্ব এবং সিঙ্গল টেন্ডার ইশুতে মুখ্যমন্ত্রীকে সতর্ক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায়শই টুইটার বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে । আজ তিনি রাজ্যে সিঙ্গল টেন্ডার ইশুতে দুর্নীতির অভিযোগ আনেন এবং এই বিষয়ে সরব হন।

রাজ্যপাল আজ সকালে টুইট করে বলেন, " রাজ্যে আরেকটি দুর্নীতি ধীরে ধীরে রূপ নিচ্ছে। জনস্বার্থে দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক অত্যন্ত প্রয়োজন। জনপ্রতিনিধিরা যাতে এই ফাঁদে পা না দেন, তার জন্য সতর্ক করা হচ্ছে। আইনের চোখে এই অপরাধ অদেখা থাকবে না। "

মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে রাজ্যপাল টুইটে আরও লেখেন, " পক্ষপাতিত্ব এবং সিঙ্গল টেন্ডার বিষয়টি সম্পর্কে মুখ্যসচিবকে জানানো হয়েছে। স্বচ্ছতা এবং জবাবদিহির পথ অনুসরণ করতে হবে। অসৎদের পৃষ্ঠপোষকতা না করে, রাজ্য থেকে তা দূর করতে হবে। আমি এই বিষয়ে অত্যন্ত সতর্ক। মানুষের কল্যাণই প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। " এই বিষয়ে তাঁর কাছে রিপোর্ট আছে বলেও সতর্ক করেন রাজ্যপাল ।

ABOUT THE AUTHOR

...view details