দুর্গাপুর, 2 জুন : লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগের হিড়িক পড়েছে । এমন কী দলত্যাগ রুখতে বৈঠকও করতে হয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে । কিন্তু, দলত্যাগের জল্পনাতে ইতি পড়েনি । উলটে আজ সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন মুকুল রায় । বলেন, "আমার সঙ্গে কমপক্ষে 40-50 জন বিধায়ক যোগাযোগ রাখছেন ।" রাজনৈতিক মহলের ধারণা, এই ধারা চলতে থাকলে এগিয়ে আসতে পারে রাজ্যের বিধানসভা ভোট । আজ সেই জল্পনাকে উসকে দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বলেন, "যেভাবে মানুষের আশীর্বাদ, বিশ্বাস বাড়ছে আমার মনে হয় আগামী 6 মাসের মধ্যেই এই সরকার পড়ে যাবে । হয়তো এই বছর শেষ হওয়ার আগে ভোট ঘোষণা হতে পারে ।"
6 মাসে সরকার পড়বে, ফের ভোট দিতে হবে : দিলীপ
2021 সালের বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে । আগামী 6 মাসের মধ্যে ভোট হবে ।
আজ দুর্গাপুরের পাঁচমাথা মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত বিজয়যাত্রা উৎসব ছিল । সেই কর্মসূচিতে যোগ দেন দিলীপবাবু । পাঁচমাথা মোড়ের সভা থেকে তিনি বলেন, "আমি বলেছিলাম 2019 সালে হাফ ও 2021 সালে সাফ । 2019 সালে প্রায় হাফ হয়ে গেছে । আরও কয়েকটি আসন জিততাম । মারপিট করে ভয় দেখিয়ে নিয়ে নেওয়া হয়েছে । লোকসভা অনুযায়ী, আমরা 129টি বিধানসভায় এগিয়ে রয়েছি । যেভাবে মানুষের আশীর্বাদ, বিশ্বাস বাড়ছে আমার মনে হয় আগামী 6 মাসের মধ্যেই এই সরকার পড়ে যাবে। হয়তো এই বছর শেষ হওয়ার আগে ভোট ঘোষণা হতে পারে । আরও একবার লাইনে দাঁড়িয়ে একবার ভোটাধিকার প্রয়োগ করে পশ্চিমবঙ্গের এই পরিবর্তনের পরিত্রাণকে সফল করার জন্য আপনাদের পরিশ্রম করতে হবে । "
দিলীপবাবু দাবি করেন, রাজ্যে ক্ষমতায় থাকার যোগ্যতা নেই তৃণমূলের। তিনি বলেন, "যারা শিশু, বালি, কয়লা, গোরু পাচার বন্ধ করতে পারে না তাদের আর দরকার নেই । যে সরকার মানুষের পেটে ভাত দিতে পারে না, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে সেই সরকার আর নয় । "