পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

নদীতে তলিয়ে গেল নাবালিকা, উদ্ধারে টিম এল চার ঘণ্টা পর

পরিবারের সদস্যদের সঙ্গে জেঠিমার ঘাটকাজ করতে নদীতে নেমেছিল শিলিগুড়ির কাছে শান্তিপাড়া এলাকার বাসিন্দা পিয়াসী শীল । তারপর সে তলিয়ে যায় ।

নদীতে তল্লাশি চলছে

By

Published : May 21, 2019, 4:23 AM IST

Updated : May 21, 2019, 10:50 AM IST

শিলিগুড়ি, 21 মে : আত্মীয়ার মৃত্যুর পর ঘাটকাজে এসে নদীতে তলিয়ে গেল নাবালিকা । ঘটনার ৪ ঘণ্টা পর উদ্ধারকারী দল পৌঁছানোয় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ও রাস্তা অবরোধ করে নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা । গতকাল কামরাঙ্গাগুড়ি এলাকায় মহানন্দা নদীর শ্যাম ঘাটের ঘটনা ।

চলছে উদ্ধার কাজ

পরিবারের সদস্যদের সঙ্গে জেঠিমার ঘাটকাজ করতে নদীতে নেমেছিল শান্তিপাড়ার বাসিন্দা পিয়াসী শীল । সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী । সকাল ৯ টা নাগাদ নদীতে নামে সে । তারপর সে তলিয়ে যায় । পিয়াসীকে তলিয়ে যেতে দেখে তার কাকা নদীতে নামেন তাকে উদ্ধার করতে । কিন্তু তিনিও তলিয়ে যাচ্ছিলেন । সে সময় তাঁকে স্থানীয় যুবকরা উদ্ধার করেন ।

এরপর NJP থানায় ও দমকলকে খবর দেওয়া হয়। পুলিশের তরফে জলপাইগুড়ির সিভিল ডিফেন্স টিমকে খবর দেওয়া হয় । কিন্তু সিভিল ডিফেন্স টিম আসতে দেরি হওয়ায় দেড়টা নাগাদ পুলিশের SDRF টিমকে নামানো হয় উদ্ধারকার্যের জন্য । এলাকার যুবকরাও তাতে যোগ দেন । কিন্তু ঘটনার প্রায় চার ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু হওয়ায় পিয়াসীর পরিবার ও প্রতিবেশীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় । পরিস্থিতি সামাল দিতে NJP থানার OC ঘটনাস্থানে পৌঁছান।

পিয়াসীর কাকা রাকেশ শীল বলেন, "ঘটনার প্রায় চার ঘণ্টা পর উদ্ধারকারী দল পৌঁছায় । বহুবার তাদের ফোন করা হয়েছে । কিন্তু কাজ হয়নি । প্রশাসনিক গাফিলতি চরম । আগেই SDRF নামানো যেত ।" সন্ধ্যার দিকে সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থানে আসে । কিন্তু রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও পিয়াসীকে উদ্ধার করা সম্ভব হয়নি । এর জেরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা । তাঁরা উত্তরকন্যা ভবনের সামনে বাঁশ ফেলে জাতীয় সড়ক অবরোধ করেন । এর জেরে তীব্র যানজট হয় । পরে পুলিশ এসে অবরোধ তোলে ।

Last Updated : May 21, 2019, 10:50 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details