পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

এশিয়ানে মেয়েদের 800 মিটার দৌড়ে ভারতে প্রথম সোনা

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের 800 মিটার দৌড়ে ভারতকে প্রথম সোনার পদক এনে দিলেন গোমতী মারিমুথু।

ছবি সৌজন্যে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া

By

Published : Apr 23, 2019, 2:27 AM IST

Updated : Apr 23, 2019, 4:31 AM IST

দোহা, 23 এপ্রিল: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের 800 মিটার দৌড়ে ভারতকে প্রথম সোনার পদক এনে দিলেন গোমতী মারিমুথু।

দোহায় অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের গতকাল ছিল দ্বিতীয় দিন। এখনও পর্যন্ত মোট চারটি পদক পেয়েছে ভারত। গতকাল দোহায় মেয়েদের ৮০০ মিটার দৌড়ে ব্যক্তিগত সেরা সময় (2 মিনিট 02.70 সেকেন্ড) করেছেন গোমতী। ভারতকে প্রথম সোনাটি তিনিই এনে দেন।

পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে ব্যক্তিগত সেরা (86.23 মিটার) পারফর্ম করেন শিবপাল সিং। রুপো পান তিনি। এছাড়া পুরুষ ও মহিলাদের 400 মিটার হার্ডলস রেস থেকে ভারতকে দু'টি ব্রোঞ্জ দিয়েছেন জাবির মদারি পল্লিয়ালিল ও সরিতা বেন গায়কওয়ার্ড।

গতকালের চারটি পদক নিয়ে এখনও পর্যন্ত ভারতের মোট পদক 9টি। 1টি সোনা, 3টি রুপো ও 5টি ব্রোঞ্জ।

Last Updated : Apr 23, 2019, 4:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details