নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : খুব শিগগিরি বাজারে আসছে এলআইসি-র (Life Insurance Corporation of India, LIC) শেয়ার (IPO) । আজ তাঁর চতুর্থ বাজেট পেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন, আগামী অর্থবর্ষে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা 9.27 শতাংশ ধার্য করা হয়েছে । বিমা কোম্পানির আইপিও প্রক্রিয়া চলছে । সাধারণ মানুষ এর সুবিধে পাবেন (FM Nirmala Sitharaman says LIC IPO expected shortly in budget speech) ।
বাজেট পেশের আগের দিনই মন্ত্রকের উচ্চআধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন নির্মলা সীতারমন । এলআইসির বিলগ্নীকরণ বাজারে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আলোচনা হয় আধিকারিকদের সঙ্গে । বর্তমানে এলআইসি-র 100 শতাংশ শেয়ার কেন্দ্রীয় সরকারের । এলআইসির আইপিও খুবই গুরুত্বপূর্ণ । কারণ, চলতি অর্থবর্ষের শেষে মার্চ, 2022-এ 1.75 লক্ষ টাকার বেসরকারি বিনিয়োগের লক্ষ্য রেখেছে সরকার, তা পূর্ণ করতে এলআইসি আইপিওর একটা ভূমিকা রয়েছে । সম্প্রতি এলআইসির চেয়ারম্যান এম আর কুমারের মেয়াদ 2023-এর মার্চ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র সরকার ।