পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

ছয় মাসের অন্তঃসত্ত্বাকে খুনের হুমকি শ্বশুরের - pregnant women

মদ্যপ অবস্থায় অন্তসত্ত্বাকে গালিগালাজ এমন কী খুনের হুমকিও দেওয়া হয় । আজ অভিযুক্ত শ্বশুর সত্যেন্দ্রনাথ সিংহকে বারুইপুর আদালতে তোলা হবে ।

ছয় মাসের অন্তঃসত্ত্বাকে খুনের হুমকি শ্বশুরের

By

Published : Jul 2, 2019, 2:30 PM IST

নরেন্দ্রপুর, 2 জুলাই : ছয় মাসের অঃন্তসত্ত্বাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে । এমন কী মদ্যপ অবস্থায় তাঁকে গালিগালাজও করা হয় । খেয়াদহ অঞ্চলের বামনঘাটা এলাকার ঘটনা । অভিযুক্ত শ্বশুর সত্যেন্দ্রনাথ সিংহকে গ্রেপ্তার করা হয়েছে ।

পারমিতা সিংহ নামে ওই যুবতির অভিযোগ, স্বামী বাড়িতে না থাকলে শ্বশুর তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করে । এমন কী তাঁকে খুন করার হুমকিও দেয় । শাশুড়ি প্রতিবাদ করলে তাঁকেও মারধর করে ।

পারমিতা নরেন্দ্রপুর থানায় সত্যেন্দ্রনাথের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ । আজ তাকে বারুইপুর আদালতে তোলা হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details