কলকাতা, 3 এপ্রিল : প্রায় 100 কিলোমিটার গতিতে আজ মধ্যরাত থেকে ভোরের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফণী । ইতিমধ্যেই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে মেদিনীপুর । আবহাওয়া অফিস জানিয়েছে, ফণী ওড়িশা উপকূল থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ।
ভোরের দিকে রাজ্যে আছড়ে পড়বে ফণী - 100 velocity
প্রায় 100 কিলোমিটার গতিতে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আছড়ে পড়বে ফণী । এখন কলকাতা থেকে দক্ষিণ-পশ্চিমে মোটামুটি 370 কিলোমিটার দূরে অবস্থান করছে ফণী।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ফণী যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তার গতি থাকবে ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার । কলকাতার উপর দিয়ে যখন ফণী যাবে তখন গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় 80 কিলোমিটার । যে যে জায়গাগুলোর উপর দিয়ে ফণী যাবে, সেখানে স্থায়ী হবে 3 মিনিটের বেশি । আগামী 9 ঘন্টায় ফণী আরও দুর্বল হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হবে । ফণীর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া অফিসের তরফে সর্তকতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে । ঘূর্ণিঝড় ফণী এখন কলকাতা থেকে দক্ষিণ-পশ্চিমে 370 কিলোমিটার দূরে অবস্থান করছে । আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে ।
মৎস্যজীবীদের জন্য আগাম সর্তকতা জারি করা হয়েছিল । পর্যটকদের জন্য ইতিমধ্যেই সর্তকতা জারি করা হয়েছে । সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে। বকখালি, মন্দারমণি, শংকরপুর দিঘা, তাজপুরের মতো পর্যটন কেন্দ্রগুলোতে নজরদারি চালানো হচ্ছে । আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 5 তারিখ দুর্যোগ কেটে যাবে । 4 তারিখ সন্ধের পর থেকে ফণী শক্তি হারিয়ে আরও দুর্বল হয়ে প্রবেশ করবে বাংলাদেশে ।