কলকাতা, 24 মার্চ: ভারতের পাসপোর্ট থাকলেই NRI ভোটাররা নাকি ভোট দিতে পারবেন অনলাইনে। এই সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। আর তার জন্য রেজিস্টার করতে হবে https://eci.go.in-এ। এরকম একটি ফেক নিউজ় ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ইতিমধ্যে বিষয়টি নজরে এসেছে নির্বাচন কমিশনের। এই বিষয়টি যে আসল নয় তা আগেও নির্বাচন কমিশনের তরফ থেকে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও গুজব ছড়ানোয় এবার দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করল তারা।
হোয়াটসঅ্যাপে ঘুরছে কমিশনের লোগো দেওয়া ফেক নিউজ়, পুলিশে দায়ের অভিযোগ - election commission
ভারতের পাসপোর্ট থাকলেই অনলাইনে রেজিস্টার করে দেওয়া যাবে ভোট। এই ফেক নিউজ়টির বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করল নির্বাচন কমিশন।
অনলাইনে ভোটের কোনও ব্যবস্থা নেই। কিছুদিন আগেই ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। গুজবকে কেন্দ্র করে সক্রিয় হয় ভারতের নির্বাচন কমিশনও। কে বা কারা এই গুজবটি ছড়িয়েছিল তা জানা যায়নি। কিছুদিন আগেই একটি খবর ছড়ায়, প্রবাসী ভারতীয়রা ভারতের পাসপোর্ট থাকলেই অনলাইনে ভোট দিতে পারবেন। বিষয়টি নিয়ে একের পর এক প্রশ্ন আসতে শুরু করে নির্বাচন কমিশনের দপ্তরে। এরপরই তারা ওয়েবসাইটে স্পষ্টভাবে জানিয়ে দেয়, প্রবাসী ভোটাররা ভোটার তালিকায় নাম তোলার জন্য nvsp.in কিংবা ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে ভরতে হবে ফর্ম A। তবে ভোটের দিন নির্দিষ্ট বুথে গিয়েই দিতে হবে ভোট। কমিশনের এই বিজ্ঞপ্তির পরও ফের ভুয়ো খবরটি ভাইরাল হতে থাকে।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারকে লেখা অভিযোগপত্রে নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে বা যারা এই ফেক নিউজ়টি ছড়াচ্ছে তাদের অবিলম্বে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দিল্লি পুলিশ এই বিষয়ে কী ব্যবস্থা নিল তা জানাতে হবে কমিশনকে। কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ, টুইটার কর্তৃপক্ষকে এই ফেক নিউজ়টি মুছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।