দিল্লি, 9 এপ্রিল : লোকসভা নির্বাচনের আগে ইনাডু গ্রুপকে একান্ত সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে BJP-র ইস্তাহার থেকে শুরু করে পাঁচ বছরে সরকারের কাজের খতিয়ান, সব প্রশ্নের উত্তর দিলেন তিনি।
1. BJP সরকারের সবথেকে বড় সাফল্য কী?
নরেন্দ্র মোদি : আমরা নিশ্চিত করেছি যাতে আমাদের বহুমুখী কৌশল প্রতিটি সরকারি বিভাগের কাজকে আরও সুবিধাজনক ও স্বচ্ছ করে। তাই আমরা কোনও বিভাগ ছাড়িনি। আমরা সংস্কার, সঞ্চালন ও রূপান্তরে বিশ্বাস করি। আমরা এই পথ ধরেই এগিয়ে চলেছি।
সাধারণত একটি সরকার ২-৩ টে গুরুত্বপূর্ণ বিভাগের উপর নজর দেয়। যেমন পূর্ববর্তী সরকার শুধুমাত্র MNREGA প্রকল্পের উপর নজর দিয়েছিল। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমার যে অভিজ্ঞতা হয়েছিল তাকে কাজে লাগিয়ে আমি বহুমুখী ফোরামে কাজ করতে বেশি আগ্রহী।
আমি জনগণের কল্যাণের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকি। আমার মনে হয় সঠিকভাবে একটি দেশ চালানোর জন্য সমস্ত বিষয়গুলি নির্দিষ্ট সময়ের মধ্যে করা উচিত।
2. আপনার মতে এই পাঁচ বছরে সবথেকে সন্তোষজনক সংস্কার কোনটি?
নরেন্দ্র মোদি : 2014 সালের আগে দেশের মানুষ বিভিন্ন কেলেঙ্কারির কথা শুনে হতাশ হয়েছিল। কিন্তু বর্তমানে মানুষ আশাবাদী। মানুষ আমাদের সরকারের উপর ভরসা করে। এই বিষয়টি আমার কাছে সন্তোষজনক।
3. মহাজোট নিয়ে আপনার কী বক্তব্য?
নরেন্দ্র মোদি : মানুষ গত পাঁচ বছরে আমার কাজ দেখেছে। তিন দশক পর তারা একটি স্থিতিশীল সরকারের সাক্ষী থেকেছে। মানুষ বিশ্বাস করে ভারতে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার প্রয়োজন। তাই তারা মহাজোটকে সমর্থন করবে না।
4. বিরোধীরা বেকারত্ব ও কৃষি সংকটের মতো বিষয় তুলে ধরছে, নির্বাচনে এর কী প্রভাব পড়বে?
নরেন্দ্র মোদি : বর্তমানে সোশাল মিডিয়াগুলিতে সঙ্গে সঙ্গে সবকিছু শেয়ার করা হয়। আগে রাজনীতিকরা সহজেই সকলকে বোকা বানাতে পারতেন। কিন্তু এখন সময় অনেক পরিবর্তন হয়েছে। এখন মানুষ খুব সহজেই বিভিন্ন তথ্য জানতে পারে। রাস্তা নির্মাণ, রেল লাইন ইত্যাদি আগের তুলনায় বেশি হয়েছে কি না এই বিষয়ে তারা সহজেই জানতে পারে। কর্মসংস্থানের বিষয়েও বিভিন্ন তথ্য মানুষ জানতে পারে। এমন কী বিদেশি বিনিয়োগও আগের তুলনায় বেশি করা হয়েছে যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায়। মুদ্রা প্রকল্পের মাধ্যমে মানুষ খুব সহজেই ঋণ পাচ্ছে।
5. আপনি দেশের কৃষকদের সমস্যার মোকাবিলা কীভাবে করবেন?
আমরা সিদ্ধান্ত নিয়েছি কৃষকদের ফসলের ১.৫ গুণ টাকা কৃষকদের দেওয়া হবে। আমরা পূর্ববর্তী সরকারের তুলনায় কৃষকদের থেকে বেশি পরিমাণ ফসল কিনেছি। আমরা বিভিন্ন প্রকল্প তৈরি করেছি যাতে কৃষকরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজ করতে পারে। আমরা কৃষকদের জন্য পেনশন স্কিম আনব। আমরা সয়েল হেলথ কার্ড ও ই-নাম নামে আরও দুটি প্রকল্প চালু করেছি যা কৃষকদের সাহায্য করবে।
6. নোটবাতিল নিয়ে কংগ্রেস অনেক প্রশ্ন তুলেছে। মল্লিকার্জুন খাড়গে সাংবাদিক বৈঠকে বলেছিলেন, এটি একটি কেলেঙ্কারি। এই বিষয়ে কী বলবেন?
নরেন্দ্র মোদি : নোটবাতিলের প্রস্তাব এই দেশে অনেক আগেই তোলা হয়েছিল। ইন্দিরা গান্ধির সময় এই প্রস্তাব উঠেছিল। কিন্তু তিনি বলেছিলেন, "এই প্রস্তাব অর্থনৈতিকভাবে উপযুক্ত। কিন্তু রাজনৈতিক বিভ্রান্ত সৃষ্টি হতে পারে। এই প্রস্তাব কার্যকর হলে আমরা ভোটে জিততে পারব না।" যদি সেইসময় এই সিন্ধান্ত নেওয়া হত তাহলে রোগটা এতদূর ছড়িয়ে পড়ত না।