কুলগাম, 22 মে : নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 2 জঙ্গি । কুলগাম জেলার গোপালপোড়া এলাকার ঘটনা । এখনও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে ।
কুলগামে নিকেশ 2 জঙ্গি - terrorist
কুলগামের গোপালপোড়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে 2 জঙ্গি খতম হল । এখনও সেখানে গুলির লড়াই চলছে ।
ফাইল ফোটো
আজ সকালে গোপালপোড়া এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছিল । সেই সময় জঙ্গিরা তাদের উপর গুলি চালাতে শুরু করে । পালটা গুলিতে 2 জঙ্গি নিকেশ হয় ।
এলাকায় এখনও গুলির লড়াই চলছে । জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।