কলকাতা, ২৭ এপ্রিল: কমিশনের নজরে এবার তমলুকের BJP প্রার্থী সিদ্ধার্থ নস্কর । তৃণমূলের নেতা-কর্মীদের গাছে বেঁধে বেধড়ক মারধর করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি । বলেছিলেন, "গাছে বেঁধে এমন মার মারব, যা বাপের জন্মে কেউ মারেনি । লড়ার ইচ্ছে থাকলে পুলিশের কাছে ডেট করে চলে এস । ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রস্তুত রয়েছে।" তাঁর এই মন্তব্য নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর ।
তমলুকের BJP প্রার্থীর হুঁশিয়ারি নিয়ে রিপোর্ট তলব কমিশনের - bjp
তমলুকের BJP প্রার্থীর মন্তব্য নিয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের।
নির্বাচনে প্রার্থীর এই বক্তব্যকে হুমকি হিসেবেই দেখছে কমিশন । এর জন্য তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে ।
বুধবার রাতে BJP-র নন্দীগ্রাম‑1 দক্ষিণ মণ্ডলের সভাপতি রঞ্জন পাত্রর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল রঞ্জনের সঙ্গে দেখা করে টেঙ্গুয়ায় ফেরেন সিদ্ধার্থ । বিকেলে নন্দীগ্রাম থানায় ফোন করে জিজ্ঞাসা করেন, "কেন অভিযুক্তদের ধরা হচ্ছে না ?" পরে টেঙ্গুয়া বাজারে পথসভা করেন । বলেন, "আমাদের দেওয়াল লিখনে কালি দেওয়া হচ্ছে । পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে । কর্মীদের মারধরের পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে । এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে অধিকারী পরিবারের গুন্ডারা । যারা পেট ভরে টাকা খেয়ে বসে আছে । আমি বলছি, ওদের গুন্ডাগিরি ছাড়িয়ে দেব । দিন কিন্তু আমাদের এসেছে । সেদিন গাছের গায়ে বেঁধে এমন মার মারব বুঝতে পারবে । বাপের জন্মে এমন মার কেউ মারেনি । আমাদের তোমরা অনেক মেরেছ । বড় দাদা হয়ে গেলে চলে এস। পুলিশের কাছে ডেট করে এস, ভারতীয় জনতা পার্টির যুবকরা কিন্তু তৈরি আছে ।" নাম না করে তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশে আরও বলেন, "তোমার মুখ্যমন্ত্রীকে বলে দিও, এখানে এমন ভোট হতে চলেছে যা ওঁর বাপের চোদ্দ পুরুষ দেখেনি । তাই আপনারা নিশ্চিন্তে থাকবেন । এই গুন্ডাদের নাম লিখে রাখবেন । যারাই হুমকি দেবে, মারবে, বাড়ি ভাঙবে তাদের ছবি তুলে রাখবেন । ভুলে যাবেন না, আমি কিন্তু আপনাদের চৌকিদার ।"