পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

গরমে হাঁসফাঁস শহর, কমল ট্র্যাফিক পুলিশের ডিউটির সময় - decision has been taken to reduce the duty time of traffic police

ট্র্যাফিক পুলিশসহ কনস্টেবল, হোম গার্ড, সিভিক ভলান্টিয়রদেরও ডিউটির সময় আটঘণ্টার পরিবর্তে ছয়ঘণ্টা করার সিদ্ধান্ত নেওয়া হল । এছাড়াও তাঁদের গরমের হাত থেকে বাঁচতে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে ।

কমল ট্র্যাফিক পুলিশের ডিউটির সময়

By

Published : May 11, 2019, 6:14 PM IST

Updated : May 11, 2019, 6:37 PM IST

কলকাতা, 11 মে : ট্র্যাফিক পুলিশের ডিউটির সময় কমানো হল । প্রবল গরমের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লালবাজার সূত্রে খবর, আট ঘণ্টার পরিবর্তে তাঁদের আপাতত ছয় ঘণ্টা ডিউটি করতে হবে ।

প্রবল গরমে হাঁসফাঁস করছে শহর । চিকিৎসকরা শহরবাসীকে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন । কিন্তু শহরকে সচল রাখতে ট্র্যাফিক পুলিশকে কাজ করতে হয় । গরমের জন্য শুধু ট্র্যাফিক পুলিশ নয়, কনস্টেবল, হোমগার্ড, সিভিক ভলান্টিয়র- যারা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেন তাঁদের ডিউটির সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও তাঁদের গরমের হাত থেকে বাঁচাতে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই তাঁদের গ্লুকোজ়, ছাতা ও ORS বিলি করা হয়েছে । তাঁদের পর্যাপ্ত জল খাওয়ার ও ছাতা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে । যাতে কোনওভাবে ডিহাইড্রেশন না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে ।

এর আগেও গরমে ট্র্যাফিক পুলিশের ডিউটির সময় কমিয়ে দেওয়া হয়েছিল । সেইসময় সুরজিৎ করপুরকায়স্থ পুলিশ কমিশনার ছিলেন । প্রবল গরমে কলকাতা পুলিশের তরফে ফের এই ব্যবস্থা নেওয়া হল ।

Last Updated : May 11, 2019, 6:37 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details