জলপাইগুড়ি, 8 জুলাই : জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যুর হার 25 শতাংশ কমেছে, দাবি জলপাইগুড়ির পুলিশ সুপারের । জেলার 36 টি জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই সব জায়গায় দুর্ঘটনা রুখতে চালকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন পুলিশ সুপার অভিষেক মোদি ।
আজ “সেফ ড্রাইভ, সেভ লাইফ”-এর চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে। অনুষ্ঠানমঞ্চ থেকেই হেলমেট পরে মোটর বাইক চালানোর পাশাপাশি কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরে গাড়ি চালানোর পরামর্শ দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বলেন" আমরা সচেতন হলেই দুর্ঘটনা রোখা সম্ভব। কারণ আমরা অনেক সময় হেলমেট পরি না। “ বর্তমানে অনেকেই মাস্ক পরছেন না বলে অভিযোগ করেন তিনি। বলেন, “একদিকে দুর্ঘটনা, অন্যদিকে কোরোনা দুই- এর থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবেই । তবেই এই দুর্ঘটনা ও কোরোনা থেকে বাঁচা সম্ভব। ” কোরোনা জয়ী পুলিশকর্মীদের নিয়ে কোরোনা সংক্রান্ত সচেতনতামূলক একটি ভিডিয়ো প্রকাশ করেন ।