মালদা, 4 মে : ক্যানাল থেকে উদ্ধার দুই যুবকের মৃতদেহ । পুরোনো মালদার ডিসকো মোড় সংলগ্ন এলাকার ঘটনা । পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ।
মালদায় ক্যানাল থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার - malda medical college and hospital
মালদায় ক্যানাল থেকে দুই যুবকের দেহ উদ্ধার হয় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । তদন্ত করে তাদের পরিচয় জানতে পারে । পেশায় তারা টোটোচালক । বাড়ি মালদা শহরের উত্তর বালুচর এলাকায় ।
আজ সকালে স্থানীয় বাসিন্দারা পুরোনো মালদার ডিসকো মোড় সংলগ্ন এলাকায় একটি আমবাগানের ক্যানালে দুই যুবকের মৃতদেহ দেখতে পায় । ঘটনাস্থানে একটি ছুরিও পড়ে থাকতে দেখা যায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মালদা থানার পুলিশ । এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ঘটনাস্থান থেকে মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা । পরে মালদা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় । পুলিশ জানিয়েছে মৃতদের নাম কিরণজিৎ চৌধুরি, ওরফে শুভ (21) ও উজ্জ্বল চৌধুরি (19) । তাদের বাাড়ি মালদা শহরের উত্তর বালুচর এলাকায় ।
স্থানীয় দুই বাসিন্দা সুদীপ মণ্ডল ও জয়ন্ত মণ্ডল বলেন, "এর আগেও এই এলাকায় খুন হয়েছে । মালদা থানার পুলিশ এলাকায় কোনও কাজ করছে না । এলাকায় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েই চলেছে । অথচ পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না । পুলিশ শুধুমাত্র মোটরবাইক ধরছে আর চালান কাটছে ।" DSP শ্যামল মণ্ডল বলেন, "এলাকায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে । তারা দুজনেই টোটোচালক । কিন্তু তাদের টোটোর কোনো হদিশ পাওয়া যায়নি । টোটো ছিনতাইবাজরাই খুন করেছে বলে মনে করা হচ্ছে ।" স্থানীয় বাসিন্দাদের পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "এলাকায় প্রায়সই অভিযান চালানো হয় । কয়েকদিন আগেও কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে ।"