পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

লাদাখের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ CPI(M) পলিটবুরোর - লাদাখ

লাদাখে ভারত ও চিনের মধ্যে সংঘর্ষে ভারতীয় জওয়ানদের প্রাণ হারানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করল CPI(M) পলিটবুরো।

সীতারাম ইয়েচুরি
সীতারাম ইয়েচুরি

By

Published : Jun 17, 2020, 12:29 AM IST

কলকাতা, 16 জুন : লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল CPI(M) পলিটবুরো। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ডি এসকেলেশন প্রক্রিয়া চলাকালীন উপত্যকায় সংঘর্ষের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

CPI(M) পলিটবুরোর তরফ থেকে এক ভারতীয় আধিকারিক ও দুই জওয়ানের মৃত্যুতে (পরে ভারতীয় সেনার তরফে জানানো হয়, আরও ১৭ জন জওয়ান শহিদ হয়েছেন) গভীর উদ্বেগ এবং শোক প্রকাশ করা হয় । CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আসল ঘটনা সম্পর্কে ভারত সরকারের একটি বিবৃতি প্রকাশ করা উচিত। সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়ে তৎপর হওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। উভয় সরকার সমঝোতার ভিত্তিতে অবিলম্বে উচ্চ পর্যায়ের আলোচনায় বসুক।

বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণের জন্য কঠিন পরিস্থিতির মাঝেই দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে CPI(M) পলিটবুরো।

ABOUT THE AUTHOR

...view details