মালদা, 15 জুন : আজ ভোরে এদেশে প্রবেশ করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি গোরু পাচারকারীর ৷ হবিবপুর ব্লকের আগ্রা-হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা ৷ মৃত পাচারকারীর দেহ উদ্ধার করে বর্ডার গার্ড অফ বাংলাদেশ । এই বিষয়ে মুখ খোলেনি BSF।
মালদার আগ্রা-হরিশ্চন্দ্রপুর এলাকায় বাংলাদেশ সীমান্তে কয়েকটি এলাকা অসংরক্ষিত । সেখানে পাহারায় রয়েছে BSF-এর 159 নম্বর ব্যাটেলিয়ন ৷ ওই ব্যাটেলিয়ন সূত্রে জানা গেছে, আজ ভোরে কয়েকজন বাংলাদেশি গোরু পাচারকারী সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করে ৷ দূর থেকেই তাদের দেখে ফেলেন জওয়ানরা ৷ তাঁরা প্রথমে তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেন ৷ তা সত্ত্বেও তারা এগোতে থাকে এবং জওয়ানদের লক্ষ্য করে গুলিও চালায় ৷ ফলে জওয়ানরাও গুলি চালাতে বাধ্য হয় ৷