পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

কোরোনা মুক্ত পূর্ব মেদিনীপুরের আরও 6

কোরোনা মুক্ত হলেন পূর্ব মেদিনীপুরের কোরোনা আক্রান্ত আরও ছয় ব্যক্তি । তাঁদের জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে অ্যাম্বুলেন্সে বাড়ি পৌঁছে দেওয়া হয় ।

mid
mid

By

Published : Jun 26, 2020, 1:12 AM IST

কোরোনা মুক্ত পূর্ব মেদিনীপুরের আরও6

পাঁশকুড়া, 25জুন : কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেনপূর্ব মেদিনীপুর জেলার আরও ছয়জন ব্যক্তি । আজ দুপুরে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফেঅ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হয় । প্রত্যেককে আগামী14দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশদিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল ।

জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর,আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন হলদিয়াব্লকের একজন । তমলুক ব্লকের দুই যুবক । কোলাঘাট ব্লকের একজন । এছাড়া এগরা ওভগবানপুর ব্লকের একজন করে ব্যক্তি আজ কোরোনা মুক্ত হয়েছেন ।


কোরোনা মুক্ত রোগীরা প্রত্যেকেইভিন রাজ্য থেকে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন । জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁদেরসোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছিল । সোয়াব টেস্টের রিপোর্ট এলে জানা যায় ওইব্যক্তিরা কোরোনা আক্রান্ত । জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সকলকে হাসপাতালে ভরতিকরে চিকিৎসা শুরু করা হয় ।

চিকিৎসায়সুস্থ হয়ে ওঠার পর অল্প দিনের ব্যবধানে দুইবার সোয়াব পরীক্ষা করা হয় । আর জি করমেডিকেল কলেজ ও হাসপাতালে সোয়াব নমুনা পাঠানো হয় । দুইবারই রিপোর্ট কোরোনা নেগেটিভআসে । চিকিৎসকরা নিশ্চিত হন আক্রান্ত ওই ছয়জন কোরোনা মুক্ত হয়েছেন । আজ দুপুর নাগাদতাঁদের হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয় ।

এই বিষয়ে জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, “জেলার ছয় কোরোনা আক্রান্ত আক্রান্তরোগী সুস্থ হয়ে উঠেছেন । তাঁদের ছুটি দেওয়া হয়েছে । আগামী14দিন সুস্থ হয়ে ওঠা তাঁদের হোমকোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details