মালদা, 13 জুলাই : ওষুধের দোকানের আড়ালে চলছিল নিষিদ্ধ কাফ সিরাপের ব্যবসা । খবর পেয়ে ইংরেজবাজারের মিলকির শ্যামপুর কলোনিতে হানা দিয়ে 555 বোতল কাফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ।
মালদায় উদ্ধার 555 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
ইংরেজবাজারের মিলকির শ্যামপুর কলোনিতে হানা দিয়ে 555 বোতল কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ । গ্রেপ্তার দোকান মালিক।
মাদক পাচারচক্র রুখতে কড়া নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ প্রশাসন । কয়েকদিন আগে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছিলেন, “জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । বহু দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে মাদক কারবারিদের উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন । তার ফলও মিলেছে । প্রায়ই একাধিক নিষিদ্ধ মাদক সহ কারবারিরা গ্রেপ্তার হচ্ছে । মূলত কালিয়াচক এলাকায় এই পাচারচক্র বেশি সক্রিয় । তবে এবার ইংরেজবাজারেও মাদক কারবারের হদিশ মিলল।”
তথ্যের ভিত্তিতে SI মণিরুল ইসলামের নেতৃত্বে মিলকি ফাঁড়ির পুলিশের একটি দল শ্যামপুর এলাকার একটি ওষুধের দোকানে হানা দেয়। তল্লাশি চালিয়ে ওষুধের দোকানের একটি গোডাউন থেকে 555 বোতল নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার হয় । উদ্ধার হওয়া কাফসিরাপের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় ওই দোকানের মালিক সামি আলমকে (32)।