পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

আকন্দরায় BJP-তৃণমূল সংঘর্ষ, পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা

যুবতির শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ BJP ও তৃণমূলের মধ্যে । পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা।

clash

By

Published : May 14, 2019, 2:02 PM IST

Updated : May 14, 2019, 2:43 PM IST

কাঁকসা, 12 মে : তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কাঁকসা থানার আকন্দরার ঘটনা । রাতভর দু'পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় । এক অনুষ্ঠানে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত । ঘটনায় আহত 14 জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

তৃণমূল পরিচালিত মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ মুখোপাধ্যায়ের বাড়িতে BJP কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ । পাঁচ-ছয় রাউন্ড গুলিও চালানো হয় । ভাঙচুর করা হয় তাঁর গাড়িও । দরজা ভেঙে ঘরে ঢুকে পীযূষের কাকা প্রদ্যুৎবাবুকে মারধর করে দুষ্কৃতীরা । তিনিও দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি ।

এদিকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও এই গ্রামের বাসিন্দা জাহিরুল মিদ্দা এই ঘটনার পিছনে রয়েছে বলে অভিযোগ । পাঁচ মাস আগে কাঁকসার রূপগঞ্জের BJP কর্মী সন্দীপ ঘোষ খুনে অন্যতম মূল অভিযুক্ত ছিল সে । তিনমাস জেলে থাকার পর গ্রামে ফিরে সেখানকার বাসিন্দাদের উপর চড়াও হয় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকালের ঘটনার পর থেকে এলাকাছাড়া জাহিরুল । গ্রামবাসীদের বক্তব্য, জাহিরের বিভিন্ন কাজে মদত দিয়েছে পীযূষ । তাই তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে । শ্লীলতাহানির সঙ্গে জড়িত যুবকদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে কাঁকসা থানার পুলিশ ।

Last Updated : May 14, 2019, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details