শিলিগুড়ি, 30 এপ্রিল : সফর শেষের কথা জানিয়েও কেন্দ্রের নির্দেশে আরও কিছুদিন রাজ্যে থাকছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শিলিগুড়িতে থাকবে উত্তরবঙ্গে আসা প্রতিনিধি দলটিও। আগামীকাল থেকেই ফের এলাকা পরিদর্শনে বের হবে তারা।
এখনই দিল্লি ফিরছে না, ফের এলাকা পরিদর্শনে যাবে কেন্দ্রীয় দল - ডিভিশনাল কমিশনার
কেন্দ্রের নির্দেশে আরও কয়েকদিন রাজ্যে থাকছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। শিলিগুড়িতে থাকবে উত্তরবঙ্গে আসা প্রতিনিধি দলটিও। আগামীকাল থেকেই ফের এলাকা পরিদর্শনে বের হবে তারা।
জানা গিয়েছে, লকডাউন চলার সময় বিভিন্ন এলাকায় অনেকেই রাস্তায় বের হচ্ছেন বলে মনে করছে দলটি। এই পরিস্থিতিতে পুলিশের তরফে কড়াকড়িও নেই বলেই মনে করছে তারা। এ নিয়ে কেন্দ্রে রিপোর্ট জমা দেওয়ার পাশাপাশি আজ ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধনকে ডেকে পাঠিয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েও দিয়েছে তারা। এই পরিস্থিতিতে আগামীকাল থেকে অবস্থার উন্নতি হয় কি না তা বুঝতে ফের কয়েকটি এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে এই কেন্দ্রীয় দলটি। ফলে এখনই দিল্লি ফিরবে না তারা।
লকডাউন কঠোর ভাবে কার্যকর করতে পুলিশ কমিশনার ও পুলিশের ঊর্ধতন কর্তাদের সঙ্গে কথা বলতেও চেয়েছে দলটি।