বিষ্ণুপুর, 12 মে : ভোটারদের লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কলাবাগানের 207 নম্বর বুথের ঘটনা । অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলিও চালিয়েছেন ।
বিষ্ণুপুরে ভোটারদের মারধর, শূন্যে গুলি জওয়ানের - lok sabha election
জানা গেছে, আজ বিষ্ণুপুরের বুথে একজন ভোটার লাইনে বেঁকে দাঁড়িয়েছিলেন । অভিযোগ, সেই সময় কর্তব্যরত এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁকে বেধড়ক মারধর করেন । লাইনে দাঁড়িয়ে থাকা অন্য ভোটাররা এই ঘটনার প্রতিবাদ করেন । তাঁদের উপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ।
জানা গেছে, আজ বিষ্ণুপুরের ওই বুথে এক ভোটার লাইনে বেঁকে দাঁড়িয়েছিলেন । অভিযোগ, সেই সময় কর্তব্যরত এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাঁকে বেধড়ক মারধর করেন । লাইনে দাঁড়িয়ে থাকা অন্য ভোটাররা এই ঘটনার প্রতিবাদ করেন । তাঁদের উপরও লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ । এই ঘটনায় আবদুল মান্নান দালাল, রাহুল আলি দালাল ছাড়াও আরও কয়েকজন জখম হয়েছেন । তাঁদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আরও অভিযোগ, তারা BJP-কে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছিল । রাজ্যের নির্বাচনী আধিকারিকের দপ্তরে গোটা ঘটনার প্রাথমিক রিপোর্টে এসেছে । জেলাশাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে ।