বারাসাত, 19 মে : BJP কে ভোট দিন । এভাবেই নাকি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । এই অভিযোগে উত্তপ্ত হল বারাসতের একটি বুথ । বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো বাগযুদ্ধে জড়িয়ে পড়েন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ।
ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বাগযুদ্ধে কাকলি - baratsat loksabha constituency
তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের নানাভাবে প্ররোচিত করছিলেন ।
তৃণমূলের অভিযোগ, ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের নানাভাবে প্ররোচিত করছিলেন । এমনকি তাদের কথা না শুনলে খুন করার হুমকি দিচ্ছিলেন । আজ বারাসতের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের 104 নম্বর বুথের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় । দলীয় কর্মীদের কাছ থেকে এই অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থানে যান কাকলি ঘোষ দস্তিদার । সরাসরি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আঙুল তুলে সাবধান করতে দেখা যায় তাঁকে ।
পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় ভোটারদের মধ্যেও ভীতির সঞ্চার হয় । ঘটনাটি তিনি নির্বাচন কমিশনের নজরে আনেন । লিখিতভাবে কমিশনের কাছে অভিযোগ জানান । দ্রুত কমিশনের হস্তক্ষেপ প্রার্থনা করেন । শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলেই কমিশন সূত্রে খবর ।