পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / briefs

UPA আমলে প্রতিরক্ষা মন্ত্রক, বায়ুসেনার দুর্নীতি; মামলা রুজু CBI-এর

UPA আমলে ফের আরও একটি দুর্নীতির অভিযোগ উঠল । বায়ুসেনা ও প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করল CBI ।

ছবিটি প্রতীকী

By

Published : Jun 22, 2019, 12:48 PM IST

দিল্লি, 22 জুন : ফের দুর্নীতির অভিযোগ উঠল প্রতিরক্ষা মন্ত্রক, বায়ুসেনার অন্দরে । 2009 সালে প্রশিক্ষক বিমান কেনায় 339 কোটি টাকা ঘুষ ও অনিয়মের অভিযোগে কয়েকজন বায়ুসেনা ও প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করল CBI । মামলা রুজু হয়েছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারি ও সুইৎজ়ারল্যান্ডের বিমান নির্মাণকারী সংস্থা পিলাটুস এয়ারক্র্যাফ্ট লিমিটেডের আধিকারিকের বিরুদ্ধেও ।

বায়ুসেনায় যোগ দেওয়ার পর ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং এয়ারক্র্যাফ্ট ব্যবহার করা হয় । প্রশিক্ষণের কাজে দেশীয় প্রযুক্তিতে তৈরি HTP-32 ব্যবহার করা হলেও বারবার ত্রুটির কারণে সেগুলি বসিয়ে দেওয়া হয় । পরিবর্তে আধুনিক পিলাটুস PC-7 Mk-II কেনার পরিকল্পনা করে তৎকালীন মনমোহন সিং সরকার । প্রাথমিকভাবে 2012 সালের মে মাসে পিলাটুসের সঙ্গে 75 টি ট্রেনিং এয়ারক্র্যাফ্ট কেনার চুক্তি করা হয় । সেইমতো 2013 সালের ফেব্রুয়ারিতে প্রথম ট্রেনিং এয়ারক্র্যাফ্ট হাতে পায় বায়ুসেনা । ধাপে ধাপে গত বছর জুলাইয়ের মধ্যে বায়ুসেনার হাতে সবকটি ট্রেনিং এয়ারক্র্যাফ্ট চলে আসে । যদিও, প্রথম থেকেই চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিল পিলাটুসের প্রতিযোগী সংস্থাগুলি ।

পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে CBI । দুর্নীতিতে নাম জড়ায় অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির । CBI-এর দায়ের করা FIR-এ তাঁর সংস্থা অফসেট ইন্ডিয়া সলিউশনেরও নাম রয়েছে । ইতিমধ্যে লন্ডনে বেনামি সম্পত্তি কেনার জন্য সঞ্জয়ের বিরুদ্ধে তদন্ত চলছে । তারই মধ্যে গতকাল দিল্লিতে সঞ্জয় ভান্ডারি সহ অন্য অভিযুক্তদের অধিকৃত বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তাঁর সংস্থা অফসেট ইন্ডিয়া সুইস সংস্থাকে কী ধরনের পরিষেবা দিয়েছিল ।

এই খবর সামনে আসার পর ওয়াকিবহল মহলের অনুমান, এর ফলে যথেষ্ট বেকায়দায় পড়ল কংগ্রেস । ইতিমধ্যে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে মনমোহন সিং সরকারের । এবার পিলাটুস দুর্নীতির জল কতদূর গড়ায় সেদিকেই চোখ রয়েছে সংশ্লিষ্ট মহলের ।

ABOUT THE AUTHOR

...view details