দিল্লি, 22 জুন : ফের দুর্নীতির অভিযোগ উঠল প্রতিরক্ষা মন্ত্রক, বায়ুসেনার অন্দরে । 2009 সালে প্রশিক্ষক বিমান কেনায় 339 কোটি টাকা ঘুষ ও অনিয়মের অভিযোগে কয়েকজন বায়ুসেনা ও প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করল CBI । মামলা রুজু হয়েছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারি ও সুইৎজ়ারল্যান্ডের বিমান নির্মাণকারী সংস্থা পিলাটুস এয়ারক্র্যাফ্ট লিমিটেডের আধিকারিকের বিরুদ্ধেও ।
বায়ুসেনায় যোগ দেওয়ার পর ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং এয়ারক্র্যাফ্ট ব্যবহার করা হয় । প্রশিক্ষণের কাজে দেশীয় প্রযুক্তিতে তৈরি HTP-32 ব্যবহার করা হলেও বারবার ত্রুটির কারণে সেগুলি বসিয়ে দেওয়া হয় । পরিবর্তে আধুনিক পিলাটুস PC-7 Mk-II কেনার পরিকল্পনা করে তৎকালীন মনমোহন সিং সরকার । প্রাথমিকভাবে 2012 সালের মে মাসে পিলাটুসের সঙ্গে 75 টি ট্রেনিং এয়ারক্র্যাফ্ট কেনার চুক্তি করা হয় । সেইমতো 2013 সালের ফেব্রুয়ারিতে প্রথম ট্রেনিং এয়ারক্র্যাফ্ট হাতে পায় বায়ুসেনা । ধাপে ধাপে গত বছর জুলাইয়ের মধ্যে বায়ুসেনার হাতে সবকটি ট্রেনিং এয়ারক্র্যাফ্ট চলে আসে । যদিও, প্রথম থেকেই চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিল পিলাটুসের প্রতিযোগী সংস্থাগুলি ।