পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 2, 2019, 2:38 PM IST

Updated : Jul 2, 2019, 4:41 PM IST

ETV Bharat / briefs

বাড়ল সুরক্ষা কবচ, 22 জুলাই পর্যন্ত গ্রেপ্তার নয় রাজীব কুমারকে

হাইকোর্টের রেগুলার বেঞ্চে রাজীব কুমার মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল12 জুন । কিন্তু 12 জুন জানা যায় বিচারপতি আশা অরোরা জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে যাচ্ছেন দু'সপ্তাহের জন্য । তারপরই পিছিয়ে যায় মামলার শুনানি ।

ফাইল ফোটো

কলকাতা, 2 জুলাই: রাজীব কুমারের সুরক্ষা কবচ 22 জুলাই পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। সমস্ত মামলার শুনানি শুরু হবে 15 জুলাই থেকে ।

30 মে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ নির্দেশে দিয়েছিল, আগামী একমাস অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না CBI । তবে সারদা চিটফান্ড মামলার তদন্তে CBI-এর সঙ্গে রাজীব কুমারকে পূর্ণ সহযোগিতা করতে হবে । হাইকোর্ট আরও জানায় ইতিমধ্যে তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না । পাসপোর্ট CBI অফিসে জমা রাখতে হবে । প্রতিদিন CBI অফিসে হাজিরা দিতে হবে । তাঁকে কলকাতার একটি স্থায়ী ঠিকানায় থাকতে হবে । সেই ঠিকানা CBI-কে জানাতে হবে ।

হাইকোর্টের রেগুলার বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল 12 জুন । কিন্তু 12 জুন জানা যায় বিচারপতি আশা অরোরা জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে যাচ্ছেন দু'সপ্তাহের জন্য । তারপরই পিছিয়ে যায় মামলার শুনানি । আজ মামলাটি আবার বিচারপতি আশা অরোরার সিংগল বেঞ্চে উঠলে রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখোপাধ্যায় বলেন,"আমার মক্কেল CID-র ADG । তাঁকে কাজের জন্য কলকাতার বাইরে যেতে হয় । কিন্ত যেতে পারছেন না । তাঁকে কলকাতার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক । পাশাপাশি সুরক্ষা কবচের মেয়াদ আরও বাড়ানো হোক । অন্যদিকে CBI-এর তরফে আইনজীবী ওয়াই জেড দস্তুর বলেন, "10 জুলাই পর্যন্ত সুরক্ষা কবচ তো রয়েছে । তাহলে শুনানি যদি 8 জুলাই শুরু করা যায় তাহলে আশা করা যায় তার মধ্যে হয়ে যাবে ।"
এরমধ্যে চিটফান্ডে প্রতারিত আমানতকারীদের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, "চিটফান্ড মামলার তদন্ত যাতে কোনওভাবেই বিলম্ব না হয় সেটা দেখা হোক।"

শেষে বিচারপতি আশা অরোরা জানান, অন্তর্বর্তীকালীন যে সুরক্ষা কবচ হাইকোর্ট দিয়েছিল রাজীব কুমারকে সেটা 22 জুলাই পর্যন্ত বাড়ানো হলো । পাশাপাশি আগামী 15 জুলাই থেকে শুরু করা হবে রাজীব কুমারের সমস্ত মামলার শুনানি ।

Last Updated : Jul 2, 2019, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details