গঙ্গারামপুর, 5 মে : বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে জখম দুইজন । গঙ্গারামপুর থানার অশোক গ্রাম পঞ্চায়েতের নুরুল দাস পাড়া এলাকার ঘটনা ।
গঙ্গারামপুরে বোমা বাঁধতে গিয়ে জখম 2 - bomb
জখম দু'জন BJP ও CPI(M) কর্মী হিসেবে এলাকায় পরিচিত । যদিও দুই দলের তরফেই অভিযোগ অস্বীকার করেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জখম দু'জনের মধ্যে একজন CPI(M) ও আর একজন BJP কর্মী বলে । তাদের নাম মানিক দাস ও বিনয় সরকার । অভিযোগ, গতরাতে বোমা বাঁধার পর তারা ফাটিয়ে পরীক্ষা করতে যাচ্ছিল । তাখন বোমা ফেটে তারা জখম হয় । আজ দুপুরে এই খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ তাদের আটক করে। ধৃতদের বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারও হয় । দুজনকেই গঙ্গারামপুর হাসপাতালে ভরতি করা হয়েছে ।
এই বিষয়ে গঙ্গারামপুর CPI(M) জেলা সভাপতি অচিন্ত্য চক্রবর্তী বলেন, "আমরা এখনও পর্যন্ত এরকম কোনও খবর পাইনি । সেখানে যদি সত্যিই আমাদের কমরেডরা আক্রান্ত হয়ে থাকে, তাহলে অব্শ্যই আমাদের আইনি রাস্তা নিতে হবে ।" এই বিষয়ে BJP-র ব্লক সভাপতি সনাতন কর্মকার বলেন, "আপনারা জানেন BJP জিততে চলেছে । তাই তৃণমূল ও CPI(M) কর্মী এক হয়ে BJP-কে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে । BJP কর্মীরা এরকম অসভ্য কাজ কখনও করবে না । কারণ BJP শান্তি চায় ।"