কলকাতা, 20 জানুয়ারি : বঙ্গ বিজেপির রাজ্য কমিটি নিয়ে ক্ষোভ এতদিন ছিলও শুধুমাত্র রাজ্যস্তরেই । রাজ্য কমিটি নিয়ে এবার এই ক্ষোভটা ক্রমশই নিচু স্তরেও পৌঁছচ্ছে (Bengal BJP Inner Conflict)। বিজেপির জেলা সভাপতি বদলের দাবিতে 5 জন বিধায়ক চিঠি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে । আগামী দিনে এই ক্ষোভ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে । যেটা বিজেপির কাছে খুবই অস্বস্তির । এই নিয়ে চিন্তায় পড়েছে রাজ্যে নেতৃত্ব ।
বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা 42টি । তার মধ্যে 30টি জেলায় নতুন সভাপতি করা হয়েছে । নতুন মুখ আনতে গিয়েই জেলাতেও অনেক অভিজ্ঞ ও পুরনো নেতৃত্বেকে বাদ দিতে হয় । তাই এই ক্ষোভটা জেলাস্তরে ছিলই । একদম দলের প্রথমদিন থেকে লড়াই করে আসা বহু বিজেপি নেতাকে বাদ দিতে হয় । নতুন মুখ আনতে গিয়েই এই সমস্যটা তৈরি হয় বলে মনে করা হচ্ছে ।